লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Flipkart Smart TV Sale: ঘরকে বানান থিয়েটার, ১৪ হাজার টাকার মধ্যে ৪০ ইঞ্চি স্ক্রিনের Smart TV, এখানে ধামাকা অফার | 40 inch Screen Smart TV Under 14000

Published on:

বাড়ির পুরানো স্মার্ট টিভি আপগ্রেড করতে চাইলে সুখবর। কারণ বড় ডিসপ্লের স্মার্ট টিভি এখন কম দামে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট একটি সেরা অফার নিয়ে হাজির হয়েছে। যেখানে ১৫,০০০ টাকার কমে ৪০ ইঞ্চি ডিসপ্লের Smart TV কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি বাড়িতে বসেই থিয়েটারের মতো অভিজ্ঞতা পেতে পারেন।

আজ্ঞে হ্যাঁ! ফ্লিপকার্টে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট টিভি বিক্রি হচ্ছে অনেক কম দামে। Thomson, Infinix, Kodak এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ৪০ ইঞ্চি স্মার্ট টিভিগুলিতে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আসুন কোন কোন মডেল কত দামে কেনা যাচ্ছে দেখে নেওয়া যাক।

READ MORE:  HMD লঞ্চ করল Amped Buds, Fusion X1, কিপ্যাড ফোন-সহ একাধিক ডিভাইস

Thomson Alpha 40 inch Smart TV

থমসন আলফা কিউএলইডি ৪০ ইঞ্চি স্মার্ট টিভির দাম বর্তমানে ১৯,৯৯৯ টাকা, তবে ফ্ল্যাট ডিসকাউন্টে এটি মাত্র ১২,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। আবার ফ্লিপকার্ট এর উপর ৫৪০০ টাকা এক্সচেঞ্জ অফার দিচ্ছে, যার ফলে আপনি এটি মাত্র ৭৫৯৯ টাকায় কিনতে পারবেন। ফিচারের কথা বললে এই টিভিতে পাওয়া যাবে ৩৬ ওয়াট সাউন্ড আউটপুট, ৫১২ এমবি র‍্যাম, ৪ জিবি স্টোরেজ, ৩টি HDMI পোর্ট এবং ২টি USB পোর্ট।

READ MORE:  Moto Pad 60 Pro Launch: মোটোরোলার ডবল ধামাকা, ভারতে আসছে Moto Pad 60 Pro ট্যাব ও Moto Book 60 ল্যাপটপ | Moto Book 60 Features

Infinix T-Series 40 inch Smart TV

ইনফিনিক্স Y-সিরিজের ৪০ ইঞ্চি স্মার্ট টিভির আসল দাম ২১,৯৯৯ টাকা, তবে এর উপর ৩৬ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর এটি মাত্র ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে ৩টি HDMI পোর্ট, ২টি USB পোর্ট এবং অন্যান্য আকর্ষণীয় ফিচার উপস্থিত।

Kodak 40 inch Smart TV

কোডাক 9XPRO ৪০ ইঞ্চি স্মার্ট টিভির আসল দাম ২৬,৯৯৯ টাকা হলেও এটি ৪০% ডিসকাউন্টের পর মাত্র ১৪,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এতে আছে ১ জিবি র‍্যাম, ৮ জিবি স্টোরেজ, ব্লুটুথ, বিল্ট-ইন ওয়াই-ফাই সহ একাধিক ফিচার।

READ MORE:  Lava ProWatch X Launched: চলে এল অ্যামোলেড ডিসপ্লে ও ১০ দিন ধরে চলা নতুন স্মার্টওয়াচ, দাম দেখুন
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.