Flipkart Smart TV Sale: ঘরকে বানান থিয়েটার, ১৪ হাজার টাকার মধ্যে ৪০ ইঞ্চি স্ক্রিনের Smart TV, এখানে ধামাকা অফার | 40 inch Screen Smart TV Under 14000
বাড়ির পুরানো স্মার্ট টিভি আপগ্রেড করতে চাইলে সুখবর। কারণ বড় ডিসপ্লের স্মার্ট টিভি এখন কম দামে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট একটি সেরা অফার নিয়ে হাজির হয়েছে। যেখানে ১৫,০০০ টাকার কমে ৪০ ইঞ্চি ডিসপ্লের Smart TV কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি বাড়িতে বসেই থিয়েটারের মতো অভিজ্ঞতা পেতে পারেন।
আজ্ঞে হ্যাঁ! ফ্লিপকার্টে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট টিভি বিক্রি হচ্ছে অনেক কম দামে। Thomson, Infinix, Kodak এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ৪০ ইঞ্চি স্মার্ট টিভিগুলিতে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আসুন কোন কোন মডেল কত দামে কেনা যাচ্ছে দেখে নেওয়া যাক।
থমসন আলফা কিউএলইডি ৪০ ইঞ্চি স্মার্ট টিভির দাম বর্তমানে ১৯,৯৯৯ টাকা, তবে ফ্ল্যাট ডিসকাউন্টে এটি মাত্র ১২,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। আবার ফ্লিপকার্ট এর উপর ৫৪০০ টাকা এক্সচেঞ্জ অফার দিচ্ছে, যার ফলে আপনি এটি মাত্র ৭৫৯৯ টাকায় কিনতে পারবেন। ফিচারের কথা বললে এই টিভিতে পাওয়া যাবে ৩৬ ওয়াট সাউন্ড আউটপুট, ৫১২ এমবি র্যাম, ৪ জিবি স্টোরেজ, ৩টি HDMI পোর্ট এবং ২টি USB পোর্ট।
ইনফিনিক্স Y-সিরিজের ৪০ ইঞ্চি স্মার্ট টিভির আসল দাম ২১,৯৯৯ টাকা, তবে এর উপর ৩৬ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর এটি মাত্র ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে ৩টি HDMI পোর্ট, ২টি USB পোর্ট এবং অন্যান্য আকর্ষণীয় ফিচার উপস্থিত।
কোডাক 9XPRO ৪০ ইঞ্চি স্মার্ট টিভির আসল দাম ২৬,৯৯৯ টাকা হলেও এটি ৪০% ডিসকাউন্টের পর মাত্র ১৪,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এতে আছে ১ জিবি র্যাম, ৮ জিবি স্টোরেজ, ব্লুটুথ, বিল্ট-ইন ওয়াই-ফাই সহ একাধিক ফিচার।
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেফতার…
কখনো কি ভেবে দেখেছেন, মাত্র চার বছরে অল্প অল্প করে কিছু টাকা বিনিয়োগ করলেন, আর…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাতের মেট্রোয় (Kolkata Metro) এক মহিলার গায়ে অসৎ উদ্দেশ্যে হাত দিয়েছিলেন যুবক!…
সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন অর্থবছরের শুরুতেই বিরাট ঘোষণা কেন্দ্রের। ভারতীয় রিজার্ভ ব্যাংক সরকারের কোষাগার থেকে…
Samsung-এর ভারতের বাজারে বড় ইউজারবেস রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি প্রায় প্রতিটি সেগমেন্টে নিয়মিত নতুন…
বর্তমানে বিভিন্ন দামের LED TV পাওয়া যায়। তাই যারা কম খরচে ভালো ফিচারের টিভি কিনতে…
This website uses cookies.