Flower Business: অল্প পুঁজি লাগিয়ে শুরু করুন ম্যাজিক ফুলের চাষ, ৬ মাসেই আয় হবে ৫-৬ গুণ | Chamomile Flower Business to Earn Handsome Money

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে ভালো কাজ না থাকলে মুশকিল। এমনকি অনেকেই যারা কাজ করছেন তারাও দ্বিতীয় আয়ের পথ খুঁজছেন। আপনিও কি তাঁদের মধ্যেই একজন? তাহলে আজকের প্রতিবেদনে রইল একটি লাভজনক ব্যবসার (Business) খোঁজ যেটা সহজে করাও যাবে আর মাসের শেষে মোটা টাকা আয়ও করা যেতে পারে।

ফুল চাষের ব্যবসা | Flower Farming Business

অনেকেই বাড়ির ছাদে বা বাগানে টবে ফুল গাছ বা ফলের গাছ লাগাতে ভালো বাসেন। তবে এই ফুলের চাষ করেই কিন্তু প্রতিমাসে লক্ষ টাকা আয় করা যেতে পারে। কোন ফুল চাষ করলে এমনটা সম্ভব? আর কীভাবে করবেন? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

READ MORE:  Mahila Samman Savings Certificate: পোস্ট অফিস না ব্যাঙ্কে FD, কোথায় বিনিয়োগ করলে বেশি টাকা পাবেন মহিলারা? জানুন | Fixed Deposit And India Post Investment For Womens

কীভাবে শুরু করবেন ম্যাজিক ফুলের ব্যবসা?

যে ফুলের চাষের সম্পর্কে আজ আপনাদের বলবে সেটা হল ক্যামোমিল (Chamomile Flower)। এই ফুল আয়ুর্বেদিক চিকিৎসা ও হোমিওপ্যাথিক ঔষধি তৈরির কাজে ব্যবহৃত হয়। ডায়াবেটিস থেকে শুরু করে আলসারের মত রোগে এই ফুলের ব্যবহার করা হয়। যে কারণে বাজারে এই ফুলের চাহিদা রয়েছে। তাই আপনি যদি আপনার বাগানের জমিতে বা গ্রামে জমি থাকলে সেই জমিতে এই ফুলের চাষ শুরু করেন তাহলে ভালো টাকা উপার্জন করতে পারবেন।

READ MORE:  Farming Business: রয়েছে বিশেষ ঔষধি গুণ, একবার এই ফসল চাষ করলেই লাখপতি হওয়া কনফার্ম | Black Turmeric Farming Business

কত টাকা বিনিয়োগ করতে হবে?

আপনি যদি Chamomile ফুল চাষ করতে চান তাহলে সবার আগে বেশ কিছুটা জমি লাগবে। এক্ষেত্রে এক একর জমিতে যদি চাষ শুরু করা যায় তাহলে ভালো টাকা আয় করা যেতে পারে। শুরুতে বীজ কেনা থেকে শুরু করে সার ও কিছু মজুর লাগিয়ে জমি তৈরী করার মিলিয়ে ১৫,০০০ টাকা মত খরচ হবে।

READ MORE:  নতুন ৫০ টাকার নোট আনছে RBI, পুরনো নোট কি বাতিল হয়ে যাবে?

কত টাকা আয় করা সম্ভব?

তবে এই গাছে ৬ মাসের মধ্যেই ফুল দেওয়া শুরু হবে। যেটা বিক্রি করে আপনি বিনিয়োগের ৫-৬ গুণ টাকা অর্থাৎ ৯০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সেই হিসাবে দেখতে গেলে আপনার কাছে যদি বেশ কিছুটা পরিমাণ জমি থাকে তাহলে শুধুমাত্র এই ফুল চাষ করেই লক্ষ টাকা অবধি আয় করা সম্ভব।

Scroll to Top