Flower Business: অল্প পুঁজি লাগিয়ে শুরু করুন ম্যাজিক ফুলের চাষ, ৬ মাসেই আয় হবে ৫-৬ গুণ | Chamomile Flower Business to Earn Handsome Money
পার্থ সারথি মান্না, কলকাতাঃ যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে ভালো কাজ না থাকলে মুশকিল। এমনকি অনেকেই যারা কাজ করছেন তারাও দ্বিতীয় আয়ের পথ খুঁজছেন। আপনিও কি তাঁদের মধ্যেই একজন? তাহলে আজকের প্রতিবেদনে রইল একটি লাভজনক ব্যবসার (Business) খোঁজ যেটা সহজে করাও যাবে আর মাসের শেষে মোটা টাকা আয়ও করা যেতে পারে।
অনেকেই বাড়ির ছাদে বা বাগানে টবে ফুল গাছ বা ফলের গাছ লাগাতে ভালো বাসেন। তবে এই ফুলের চাষ করেই কিন্তু প্রতিমাসে লক্ষ টাকা আয় করা যেতে পারে। কোন ফুল চাষ করলে এমনটা সম্ভব? আর কীভাবে করবেন? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।
যে ফুলের চাষের সম্পর্কে আজ আপনাদের বলবে সেটা হল ক্যামোমিল (Chamomile Flower)। এই ফুল আয়ুর্বেদিক চিকিৎসা ও হোমিওপ্যাথিক ঔষধি তৈরির কাজে ব্যবহৃত হয়। ডায়াবেটিস থেকে শুরু করে আলসারের মত রোগে এই ফুলের ব্যবহার করা হয়। যে কারণে বাজারে এই ফুলের চাহিদা রয়েছে। তাই আপনি যদি আপনার বাগানের জমিতে বা গ্রামে জমি থাকলে সেই জমিতে এই ফুলের চাষ শুরু করেন তাহলে ভালো টাকা উপার্জন করতে পারবেন।
আপনি যদি Chamomile ফুল চাষ করতে চান তাহলে সবার আগে বেশ কিছুটা জমি লাগবে। এক্ষেত্রে এক একর জমিতে যদি চাষ শুরু করা যায় তাহলে ভালো টাকা আয় করা যেতে পারে। শুরুতে বীজ কেনা থেকে শুরু করে সার ও কিছু মজুর লাগিয়ে জমি তৈরী করার মিলিয়ে ১৫,০০০ টাকা মত খরচ হবে।
তবে এই গাছে ৬ মাসের মধ্যেই ফুল দেওয়া শুরু হবে। যেটা বিক্রি করে আপনি বিনিয়োগের ৫-৬ গুণ টাকা অর্থাৎ ৯০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সেই হিসাবে দেখতে গেলে আপনার কাছে যদি বেশ কিছুটা পরিমাণ জমি থাকে তাহলে শুধুমাত্র এই ফুল চাষ করেই লক্ষ টাকা অবধি আয় করা সম্ভব।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.