লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Flower Business: অল্প পুঁজি লাগিয়ে শুরু করুন ম্যাজিক ফুলের চাষ, ৬ মাসেই আয় হবে ৫-৬ গুণ | Chamomile Flower Business to Earn Handsome Money

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে ভালো কাজ না থাকলে মুশকিল। এমনকি অনেকেই যারা কাজ করছেন তারাও দ্বিতীয় আয়ের পথ খুঁজছেন। আপনিও কি তাঁদের মধ্যেই একজন? তাহলে আজকের প্রতিবেদনে রইল একটি লাভজনক ব্যবসার (Business) খোঁজ যেটা সহজে করাও যাবে আর মাসের শেষে মোটা টাকা আয়ও করা যেতে পারে।

ফুল চাষের ব্যবসা | Flower Farming Business

অনেকেই বাড়ির ছাদে বা বাগানে টবে ফুল গাছ বা ফলের গাছ লাগাতে ভালো বাসেন। তবে এই ফুলের চাষ করেই কিন্তু প্রতিমাসে লক্ষ টাকা আয় করা যেতে পারে। কোন ফুল চাষ করলে এমনটা সম্ভব? আর কীভাবে করবেন? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

READ MORE:  বিদেশ ভ্রমণের আগে জেনে নিন! রাজ্য চালু করলো পাসপোর্টের নয়া নিয়ম

কীভাবে শুরু করবেন ম্যাজিক ফুলের ব্যবসা?

যে ফুলের চাষের সম্পর্কে আজ আপনাদের বলবে সেটা হল ক্যামোমিল (Chamomile Flower)। এই ফুল আয়ুর্বেদিক চিকিৎসা ও হোমিওপ্যাথিক ঔষধি তৈরির কাজে ব্যবহৃত হয়। ডায়াবেটিস থেকে শুরু করে আলসারের মত রোগে এই ফুলের ব্যবহার করা হয়। যে কারণে বাজারে এই ফুলের চাহিদা রয়েছে। তাই আপনি যদি আপনার বাগানের জমিতে বা গ্রামে জমি থাকলে সেই জমিতে এই ফুলের চাষ শুরু করেন তাহলে ভালো টাকা উপার্জন করতে পারবেন।

READ MORE:  SBI Amrit Vrishti Scheme: ফিক্সড ডিপোজিট নিয়ে সুখবর শোনাল SBI | State Bank Of India Fixed Deposit

কত টাকা বিনিয়োগ করতে হবে?

আপনি যদি Chamomile ফুল চাষ করতে চান তাহলে সবার আগে বেশ কিছুটা জমি লাগবে। এক্ষেত্রে এক একর জমিতে যদি চাষ শুরু করা যায় তাহলে ভালো টাকা আয় করা যেতে পারে। শুরুতে বীজ কেনা থেকে শুরু করে সার ও কিছু মজুর লাগিয়ে জমি তৈরী করার মিলিয়ে ১৫,০০০ টাকা মত খরচ হবে।

READ MORE:  বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৩০০০ টাকা করা হবে, কবে থেকে বাড়বে?

কত টাকা আয় করা সম্ভব?

তবে এই গাছে ৬ মাসের মধ্যেই ফুল দেওয়া শুরু হবে। যেটা বিক্রি করে আপনি বিনিয়োগের ৫-৬ গুণ টাকা অর্থাৎ ৯০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সেই হিসাবে দেখতে গেলে আপনার কাছে যদি বেশ কিছুটা পরিমাণ জমি থাকে তাহলে শুধুমাত্র এই ফুল চাষ করেই লক্ষ টাকা অবধি আয় করা সম্ভব।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.