Foldable iPhone Display: আইপ্যাডের মতো ডিসপ্লে থাকবে Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনে | Apple Foldable iPhone Design
Apple একমাত্র প্রথম সারির স্মার্টফোন ব্র্যান্ড যারা এখনও ফোল্ডেবল ফোন বাজার আনেনি। তবে, বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মার্কিন টেক জায়েন্টটি একটি ফোল্ডেবল আইফোন তৈরি করছে যা স্যামসাং, ওপ্পো ও হুয়াওয়ের মতো সংস্থাদের ফাইট দিতে পারবে। সূত্রের দাবি, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন একটি বুক স্টাইলের ফোল্ডিং ডিভাইস হবে৷ অর্থাৎ ঠিক বইয়ের স্টাইলে ভাঁজ হবে।
এখন এক চীনা টিপস্টার ফোল্ডেবল আইফোনের ইন্টারনাল এবং কভার ডিসপ্লের ডিটেলস ফাঁস করেছেন। এতে “অভূতপূর্ব” স্ক্রিন রেশিও থাকবে বলে দাবি করা হয়েছে। ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, অ্যাপলের বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনটি Oppo Find N সিরিজের মতো হবে, তবে গঠন আরও খাটো এবং চওড়া হবে।
অ্যাপল তাদের ফোল্ডেবল আইফোনে ৫.৪৯ ইঞ্চি কভার ডিসপ্লে রাখতে পারে, যা ফার্স্ট জেনারেশন Oppo Find N মডেলের বাইরের স্ক্রিনের মতো হবে। আর ভিতরের দিকে, ৭.৭৪ ইঞ্চি স্ক্রিন থাকতে দেখা যাবে, যা আইপ্যাডের মতো আনফোল্ড হবে। ডিভাইসটিতে অভূতপূর্ব স্ক্রিন রেশিও বা আসপেক্ট রেশিও থাকার দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে বিশদ কিছু জানানো হয়নি।
ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অ্যাপলের ফোল্ডেবল ফোনকে এমন ভাবে বানানো হতে পারে যা স্মার্টফোন এবং ট্যাবলেটের কম্বিনেশন হয়ে উঠবে। অর্থাৎ ফোন ও ট্যাবের মিশ্রণে অনেকটা হাইব্রিড ফোল্ডেবল ডিভাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম আইফোন ফোল্ডেবল মডেলটি আগামী বছরেই বাজারে আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। যেখানে ফোল্ডেবল আইপ্যাড ও ম্যাকবুক ২০২৭ সালে লঞ্চ হতে পারে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ ব্যর্থতার পর AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে কার্যত বিফলে গিয়েছে…
রঙের উৎসব কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে চরম দাবদহের তাণ্ডব (Heat Wave)। আবহাওয়া…
আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)…
দেশজুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের পাকিস্তানের হাওয়া গরম। ভারতের অন্যতম কুখ্যাত শত্রু এবং লস্কর-ই-তৈবা (LeT)-এর সন্ত্রাসী…
This website uses cookies.