Foldable iPhone Display: আইপ্যাডের মতো ডিসপ্লে থাকবে Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনে | Apple Foldable iPhone Design
Apple একমাত্র প্রথম সারির স্মার্টফোন ব্র্যান্ড যারা এখনও ফোল্ডেবল ফোন বাজার আনেনি। তবে, বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মার্কিন টেক জায়েন্টটি একটি ফোল্ডেবল আইফোন তৈরি করছে যা স্যামসাং, ওপ্পো ও হুয়াওয়ের মতো সংস্থাদের ফাইট দিতে পারবে। সূত্রের দাবি, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন একটি বুক স্টাইলের ফোল্ডিং ডিভাইস হবে৷ অর্থাৎ ঠিক বইয়ের স্টাইলে ভাঁজ হবে।
এখন এক চীনা টিপস্টার ফোল্ডেবল আইফোনের ইন্টারনাল এবং কভার ডিসপ্লের ডিটেলস ফাঁস করেছেন। এতে “অভূতপূর্ব” স্ক্রিন রেশিও থাকবে বলে দাবি করা হয়েছে। ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, অ্যাপলের বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনটি Oppo Find N সিরিজের মতো হবে, তবে গঠন আরও খাটো এবং চওড়া হবে।
অ্যাপল তাদের ফোল্ডেবল আইফোনে ৫.৪৯ ইঞ্চি কভার ডিসপ্লে রাখতে পারে, যা ফার্স্ট জেনারেশন Oppo Find N মডেলের বাইরের স্ক্রিনের মতো হবে। আর ভিতরের দিকে, ৭.৭৪ ইঞ্চি স্ক্রিন থাকতে দেখা যাবে, যা আইপ্যাডের মতো আনফোল্ড হবে। ডিভাইসটিতে অভূতপূর্ব স্ক্রিন রেশিও বা আসপেক্ট রেশিও থাকার দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে বিশদ কিছু জানানো হয়নি।
ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অ্যাপলের ফোল্ডেবল ফোনকে এমন ভাবে বানানো হতে পারে যা স্মার্টফোন এবং ট্যাবলেটের কম্বিনেশন হয়ে উঠবে। অর্থাৎ ফোন ও ট্যাবের মিশ্রণে অনেকটা হাইব্রিড ফোল্ডেবল ডিভাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম আইফোন ফোল্ডেবল মডেলটি আগামী বছরেই বাজারে আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। যেখানে ফোল্ডেবল আইপ্যাড ও ম্যাকবুক ২০২৭ সালে লঞ্চ হতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ নয় মাস ধরে মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস…
হোলির মরসুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুসংবাদ। সরকার ঘোষণা করেছে যে, ষষ্ঠ বেতন কমিশনের…
শ্বেতা মিত্র, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় রয়েছে বিধানসভা ভোট। এরই মাঝে রাজ্য সরকারের কাছে অন্যতম…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ রঙের মরসুম শেষ। তবে ভারতের সোনার বাজারে তেমন কোন পরিবর্তন আসেনি। তবে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি অবসর ভেঙে ভারতীয় ফুটবল দলে ফিরেছেন সুপারস্টার ফুটবলার সুনীল ছেত্রী। ভারতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে,…
This website uses cookies.