Foldable iPhone Display: আইপ্যাডের মতো ডিসপ্লে থাকবে Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনে | Apple Foldable iPhone Design

Apple একমাত্র প্রথম সারির স্মার্টফোন ব্র্যান্ড যারা এখনও ফোল্ডেবল ফোন বাজার আনেনি। তবে, বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মার্কিন টেক জায়েন্টটি একটি ফোল্ডেবল আইফোন তৈরি করছে যা স্যামসাং, ওপ্পো ও হুয়াওয়ের মতো সংস্থাদের ফাইট দিতে পারবে। সূত্রের দাবি, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন একটি বুক স্টাইলের ফোল্ডিং ডিভাইস হবে৷ অর্থাৎ ঠিক বইয়ের স্টাইলে ভাঁজ হবে।

READ MORE:  Samsung Galaxy M16 5G M06 5G Launched: Samsung দুটি চমৎকার 5G স্মার্টফোন লঞ্চ করল, দাম মাত্র 9499 টাকা থেকে শুরু হচ্ছে | Samsung Galaxy M16 5G M06 5G

Apple-এর ফোল্ডেবল আইফোনের ডিসপ্লে

এখন এক চীনা টিপস্টার ফোল্ডেবল আইফোনের ইন্টারনাল এবং কভার ডিসপ্লের ডিটেলস ফাঁস করেছেন। এতে “অভূতপূর্ব” স্ক্রিন রেশিও থাকবে বলে দাবি করা হয়েছে। ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, অ্যাপলের বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনটি Oppo Find N সিরিজের মতো হবে, তবে গঠন আরও খাটো এবং চওড়া হবে।

অ্যাপল তাদের ফোল্ডেবল আইফোনে ৫.৪৯ ইঞ্চি কভার ডিসপ্লে রাখতে পারে, যা ফার্স্ট জেনারেশন Oppo Find N মডেলের বাইরের স্ক্রিনের মতো হবে। আর ভিতরের দিকে, ৭.৭৪ ইঞ্চি স্ক্রিন থাকতে দেখা যাবে, যা আইপ্যাডের মতো আনফোল্ড হবে। ডিভাইসটিতে অভূতপূর্ব স্ক্রিন রেশিও বা আসপেক্ট রেশিও থাকার দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে বিশদ কিছু জানানো হয়নি।

READ MORE:  Samsung Galaxy A56 A36 Price: ফাঁস হল Samsung Galaxy A56 ও A36 স্মার্টফোনের দাম, সোমবারে লঞ্চ হবে দেশে | Samsung Galaxy A56 A36 March 2 Launch Date

ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অ্যাপলের ফোল্ডেবল ফোনকে এমন ভাবে বানানো হতে পারে যা স্মার্টফোন এবং ট্যাবলেটের কম্বিনেশন হয়ে উঠবে। অর্থাৎ ফোন ও ট্যাবের মিশ্রণে অনেকটা হাইব্রিড ফোল্ডেবল ডিভাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম আইফোন ফোল্ডেবল মডেলটি আগামী বছরেই বাজারে আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। যেখানে ফোল্ডেবল আইপ্যাড ও ম্যাকবুক ২০২৭ সালে লঞ্চ হতে পারে।

READ MORE:  এবার 7,500mAh ব্যাটারির ফোন আনছে রেডমি, থাকবে 100W ফাস্ট চার্জ সাপোর্ট

Scroll to Top