Foreclosure Charge: ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আর পড়তে হবে না চাপে, বিরাট বদল আনছে RBI | Foreclosure Charge May Not Be Take By Bank

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমানে কোনো ছোটো ব্যবসা শুরু করতে গেলে অনেকেই ব্যাঙ্ক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে থেকে লোন নেয়। আর সেক্ষেত্রে ঋণ নিলে ঋণের মেয়াদের আগে যদি কোনো গ্রাহক তা শোধ করতে চায় তাহলে গ্রাহককে উল্টে দিতে হত ফোরক্লোজার চার্জ (Foreclosure Charge)। আসলে ফোরক্লোজার চার্জ হল ফ্লোটিং রেটের ঋণ নিয়ে থাকলে তা আগে শোধের জন্য প্রি-পেমেন্ট চার্জ। যা খানিকটা বাড়তি বোঝা হয়ে যেত গ্রাহকদের কাছে। তবে এবার এই বাড়তি চাপ কমাতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখন থেকে কোনো বাড়তি চার্জ নিতে পারবে না ব্যাঙ্ক।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দিতে হবে না কোনো ফোরক্লোজার চার্জ

সম্প্রতি এক খসড়া রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে ঋণগ্রহীতার থেকে সমস্ত রকম চুক্তিতে এই প্রস্তাব কার্যকর হবে যাতে গ্রাহকরা যেন অন্য কোনো ঋণগ্রহীতার কাছে না যান এবং সস্তায় ব্যাঙ্কের কাছ থেকেই ঋণ পায়। শুধু তাই নয় ব্যাঙ্ক ও অন্যান্য সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে কোনও লক ইন পিরিয়ড ছাড়াই ঋণের ফোরক্লোজার করার অনুমতি দিতে হবে সমস্ত গ্রাহককে। তার জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বাড়তি চার্জ করতে পারবে না। এমনকি গ্রাহকের ঋণের আগাম শোধের জন্য কোনো চার্জ আদায় করা হবে না। আর এই নিয়ম সম্পর্কে আগাম সমস্ত গ্রাহককে জানিয়ে রাখতে হবে।

READ MORE:  RBI New 100, 200 Rupee Note: বাজারে ১০০, ২০০ টাকার নতুন নোট আনছে RBI, পুরনোগুলো সব বাতিল? | Reserve Bank Of India New Note

এমএসএম-ই প্রতিষ্ঠানগুলির জন্যও একই নিয়ম

এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই খসড়াতে স্পষ্ট জানানো হয়েছে যে, টায়ার ১ ও টায়ার ২ সরকারি ব্যাঙ্ক, কিছু NBFC থেকে কোনো ব্যক্তি বা এমএসএমই গ্রুপ ব্যবসায়িক উদ্দেশ্যে ফ্লোটিং রেটে নেওয়া ঋণের উপরে কোনো জরিমানা ধার্য করতে পারবে না। যদি কেউ তা ধার্য করে তাহলে সেটি আইন বিরুদ্ধ হবে। ব্যাঙ্কের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম কার্যকর হবে এমএসএম-ই প্রতিষ্ঠানগুলির জন্যও।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

প্রস্তাবটি MSE-এর জন্য ৭.৫০ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যাঙ্কিং সেক্টরের নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে প্রস্তাবসূচক একটি খসড়া প্রস্তুত করেছে। আগামী ২১ মার্চ ২০২৫ পর্যন্ত স্টেকহোল্ডারদের থেকে মতামত ও পরামর্শ নেওয়া হবে। তারপরেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

READ MORE:  রপ্তানিতে রেকর্ড করল ভারত, ৮০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করল
Scroll to Top