লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Former Kiwi Cricketer On Jasprit: আর মাঠে নামা হচ্ছে না! বুমরাহর কেরিয়ারে ইতি? বিরাট মন্তব্য প্রাক্তন কিংবদন্তির | Shane Bond On Jasprit

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলের সতীর্থরা যখন চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে শত্রুপক্ষকে শায়েস্তা করতে ব্যস্ত, সেই মুহূর্তে টিম ইন্ডিয়ার পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ চোটের সাথে লড়ছেন! গত বর্ডার গাভাস্কার সিরিজে চোট পাওয়ার পর দীর্ঘ বিশ্রাম পর্ব কাটিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব শেষে বল হাতে অনুশীলনে ফিরেছেন বুমরাহ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

খেলোয়াড়ের 22 গজের কসরত দেখে নতুন করে তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভক্তরা। এমতাবস্থায়, ভারতীয় পেসারের কেরিয়ার নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার শেন বন্ড (Former Kiwi Cricketer)। সম্প্রতি খেলোয়াড়ের চোট কিছুটা কাটলেও আসন্ন IPL শুরুর কয়েকটি ম্যাচ তাঁর অনুপস্থিতির খবর সামনে এসেছে, এবার সেই দুঃসংবাদের মধ্যেই ভারতীয় তারকাকে নিয়ে কিউই কিংবদন্তির বিরাট মন্তব্যে বাড়ল জল্পনা।

READ MORE:  BCCI In Shock: BCCI-কে বড় ধাক্কা! বুমরাহ, শামিদের কেরিয়ার বাঁচনো মহারথীর পদত্যাগ? | Nitin Patel Will Resign Soon

বুমরাহর কেরিয়ার নিয়ে ঝুঁকিপূর্ণ মন্তব্য!

সম্প্রতি ভারতীয় পেসার বুমরাহর চোট নিয়ে কমবেশি মন্তব্য করেছেন অনেকেই। নেট মাধ্যমেও চলেছে দীর্ঘ কাঁটাছেড়া। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতে না হতেই কিউই কিংবদন্তীর মন্তব্য ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। সম্প্রতি ভারতীয় তারকা বুমরাহর চোট প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার শেন বন্ড বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্টে যদি বুমরাহকে খেলানো যায় সে ক্ষেত্রে বোঝা যাবে যে তিনি আগামী ম্যাচগুলিতেও দলের হয়ে খেলবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ইংলিশদের বিরুদ্ধে গ্রীষ্মকালীন টেস্ট ম্যাচে তাঁকে খেলাতে পারলে আত্মবিশ্বাস বাড়বে ঠিকই, তবে আশঙ্কা, খেলোয়াড় যদি আবারও একই জায়গায় চোট পান সেক্ষেত্রে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। প্রাক্তন কিউই তারকা আরও বলেন, বুমরাহ যদি ফের একই জায়গায় চোট পান, সেক্ষেত্রে আমার মনে হয় না তিনি আবারও অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে পারবেন।

READ MORE:  Legendary Indian Cricketer Died: চ্যাম্পিয়নস ট্রফি জয়ের মাঝেই টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ! প্রয়াত কিংবদন্তি অলরাউন্ডার | Legendary Indian Cricketer Died

একই চোট ভোগাচ্ছে বুমরাহকে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্ট চলাকালীন আচমকা চোট পান ভারতীয় তারকা জসপ্রীত। এরপরই তড়িঘড়ি স্টেডিয়াম ছাড়েন তিনি। চিকিৎসকদের পরামর্শে পিঠের চোট নিয়ে খেলোয়াড়কে ভর্তি করা হয় হাসপাতালে। চলে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও স্ক্যান। সবশেষে, চিকিৎসক মহলের উপদেশে 5 সপ্তাহের জন্য সম্পূর্ণ বেড রেস্টে চলে যান বুমরাহ। যার কারণে সদ্য শেষ হওয়া মিনি বিশ্বকাপে অংশ নেওয়া হয়নি তাঁর।

অবশ্যই পড়ুন: বিদেশের মাটিতে শেষ চারে যোগ্যতা অর্জনের লড়াই, কোন অঙ্কে সেমিতে পৌঁছবে ইস্টবেঙ্গল?

তবে বলে রাখা ভাল, বুমরাহর পিঠের চোট একেবারেই নতুন নয়। বহুবার একই ক্ষততে আঘাত পেয়েছেন খেলোয়াড়। শেষবারের মতো চোট নিয়ে লড়াইটা তীব্র হয়েছিল 2023 সালে। সে বছরের মার্চ মাসে ম্যাচ চলাকালীন পিঠে নিচের অংশে চোট পেয়েছিলেন তিনি। এরপরই প্রবল যন্ত্রনা নিয়ে শেষমেষ অস্ত্রপোচার হয় ক্রিকেটারের। অজিদের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে কার্যত ফের একই ক্ষততে আঘাত পান বুমরাহ। এখন দেখার ঠিক কবে নাগাদ বল হাতে মাঠে ফেরেন তিনি।

READ MORE:  Jasprit Bumrah Update: ছবি পোস্ট করে বার্তা, চ্যাম্পিয়নস ট্রফিতে বাদ যাওয়ায় পর প্রথম প্রতিক্রিয়া বুমরাহর | Jasprit Bumrah Social Media Post
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.