লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Foxconn: চীন নয়, এবার ভারতেই তৈরি হচ্ছে ফক্সকনের বিরাট হাব | Semiconductor Factory In India

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: তাইওয়ানের বিখ্যাত প্রযুক্তি সংস্থা ফক্সকন (Foxconn) আবারো ভারতের মাটিতে ব্যবসার বীজ বুনতে চলেছে। সূত্র বলছে, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ের ধারে ৩০০ একর জমিতে গড়ে উঠতে চলেছে তাদের বিরাট প্রকল্প। এখন প্রশ্ন উঠছে, এই  বিরাট কারখানায় কি তৈরি হবে শুধু অ্যাপলের আইফোন? নাকি ভারতের প্রযুক্তি খাতে আরো নতুন নতুন চিপ নির্মাণ হবে?


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ভারতের চিপ রেভল্যুশনের পথে ফক্সকন

বর্তমানে বিশ্ব প্রযুক্তি খাতে সবথেকে বড় মেরুদন্ড চিপ বা সেমিকন্ডাক্টর। স্মার্টফোন বলুন বা গাড়ি, ল্যাপটপ, সবকিছুর মস্তিষ্ক আধুনিক চিপ। বেশ কিছু সূত্র দাবি করছে, ফক্সকন এবং ভারতের HCL যৌথভাবে ইতিমধ্যেই একাধিক সেমিকন্ডাক্টর প্রকল্পের সঙ্গে হাতে হাত মিলিয়ে ফেলেছে। এও জানা যাচ্ছে, তাদের এক বহুজাগতিক সংস্থা ভামা সুন্দরী সেমিকনডাক্টরের কারখানার দোরগোড়ায় গড়ে উঠবে ফক্সকনের নয়া প্রকল্প।

READ MORE:  Starlink Cost In India: Jio ও Airtel এর নতুন প্রতিদ্বন্দ্বী! ভারতে স্টারলিংকের দাম কত হবে দেখুন | Know How Much Pay For Starlink Internet

তবে এখানেই তৈরি হচ্ছে সংশয়। চিপ তৈরি হবে নাকি আইফোন? এখনো সেই বিষয়ে নিশ্চিত ধারণা মেলেনি। ফক্সকনের এক সূত্র মারফত জানা গিয়েছে, সঠিক সময় না আসলে এই বিষয়ে এখন কিছু জানা যাবে না।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ভারতে আইফোন উৎপাদনে আসছে ঝড়…

ফক্সকন মানাই আইফোনের ঝড়। বিশ্বজুড়ে অ্যাপলের সবথেকে বেশি আইফোন তৈরি করে এই সংস্থা। হিসাব বলছে, এখন ভারতে তৈরি হচ্ছে ২ কোটির বেশি আইফোন। আরও কিছু সূত্র খতিয়ে জানা গেল, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে মোট ২ লক্ষ কোটি টাকার মোবাইল রপ্তানি হয়েছে, যার মধ্যে শুধু আইফোনই ১.৫ লক্ষ কোটি টাকার বেশি। আর এই বিরাট সাফল্য নিয়ে সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে এই সংখ্যাকে ২.৪ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। 

READ MORE:  Mahila Samriddhi Yojana: লক্ষ্মীর ভান্ডারের ১২০০ নয়, মহিলারা পাবেন মাসে ২৫০০ টাকা! আজ থেকেই শুরু রেজিস্ট্রেশন | Mahila Samriddhi Yojana Rs 2500 Will Be Deposited In Bank Account

কেন ফক্সকন ভারতে নজর ফেলছে?

সাম্প্রতিক সময়ে ট্রাম্প শুল্কনীতি আরোপ করে চীনের হাটে হাড়ি ভেঙেছে। আর সে কারণেই চীনের বিকল্প হিসেবে ভারতের মাটির দিকে চোখ ফেলেছে ফক্সকন। এমনকি শোনা যাচ্ছে, ৮ বছর আগেই ফক্সকনের চেয়ারম্যান এক ইঙ্গিত দিয়েছিল। আর তার বাস্তব রূপ নিচ্ছে এখন। তামিলনাড়ু, তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই কারখানা চালু করার পথে হাঁটছে এই সংস্থা। 

READ MORE:  Most Sixes In T20: রোহিতের রেকর্ড ভাঙলেন অভিষেক, T20 ম্যাচে সবথেকে বেশি ছয় হাঁকানোর রেকর্ড আরেক শর্মার | Abhishek Sharma Breaks Rohit Sharma's Record

লক্ষ্য একটাই, আগামী কয়েক বছরে ভারতে আরো অন্তত ৫টি কারখানা তৈরি করা এবং ১০ লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এখন দেখার, প্রযুক্তি খাতে ভারতের মানচিত্র ঠিক কতটা বদলায়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.