লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Foxconn Plant: ভারতে মোবাইল তৈরির নতুন কারখানা তৈরি করছে Foxconn, বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা | Foxconn New Plant in Greater Noida

Published on:

iPhone তৈরির জন্য পরিচিত তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান Foxconn ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি নতুন কারখানা তৈরির পরিকল্পনা করেছে। এই প্ল্যান্ট তৈরি হলে প্রায় ৪০,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকারের শীর্ষ কর্মকর্তারা এবং Foxconn-এর প্রতিনিধিরা দিল্লি ও লখনউতে প্ল্যান্ট তৈরি নিয়ে কয়েক দফা বৈঠক করেছেন।

Foxconn ও HCL যৌথভাবে কাজ করবে

এই নতুন কারখানায় মোবাইল ফোন তৈরি হবে বলে জানা গেছে এবং এটি প্রায় ৩০০ একর জমির ওপর গড়ে উঠবে। এই কারখানায় Foxconn ও HCL-এর যৌথভাবে পরিচালিত একটি ৫০ একরের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ও টেস্টিং (OSAT) রুম থাকবে। সূত্র মারফত জানা গেছে যে, Foxconn এই যৌথ প্রকল্পের ৪০ শতাংশ শেয়ারের জন্য প্রায় ৩৭.২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

READ MORE:  মাত্র ১৯৮ টাকায় দারুণ সুবিধা, JIO-র এই সস্তার রিচার্জে দারুন চমক! Airtel-VI অনেক পিছিয়ে

রিপোর্ট অনুযায়ী, এই কারখানার মধ্যেই শ্রমিকদের থাকার ব্যবস্থা থাকবে। ফলে আশা করা হচ্ছে শ্রমিকদের জীবনযাত্রার মান ভালো হবে। উত্তর প্রদেশ সরকার এই প্ল্যান্ট নিয়ে অত্যন্ত আগ্রহী। উল্লেখ্য, নয়ডা ও গ্রেটার নয়ডা বর্তমানে ভারতের মোবাইল ফোন রপ্তানির প্রায় ৫০ শতাংশ জোগান দেয়। সেখানে নতুন প্ল্যান্ট তৈরি হলে রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  বাড়ি গমগম করবে, নতুন হোম থিয়েটার বাজারে এল

উত্তর প্রদেশকে পাখির চোখ Apple এর

আমেরিকার টেক জায়ান্ট Apple ভারতের উত্তর প্রদেশকে একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করছে। এর ফলে দেশের ইলেকট্রনিক্স উৎপাদন খাতে অভাবনীয় অগ্রগতি ঘটবে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালে Foxconn তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে iPhone 15 উৎপাদন শুরু করে। এই পদক্ষেপ ভারতকে রপ্তানির ক্ষেত্রে একধাপ এগিয়ে নিয়ে গেছে।

READ MORE:  Jio গ্রাহকদের জন্য সুখবর! কমলো এই রিচার্জ প্ল্যানের দাম, Airtel, BSNL, Vi পড়ল চিন্তায়
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.