FSI Recruitment 2025: FSI-তে একাধিক পদে নিয়োগ, বেতন শুরু ৩৫ হাজার থেকে, জারি বিজ্ঞপ্তি | Forest Survey Of India Or FSI Recruitment 2025
পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সরকারি চাকরি পাওয়া অনেকেরই স্বপ্ন থাকে। এর জন্য মাধ্যমিক উচমাধ্যমিকের পর থেকেই প্রস্তুতি নিতে শুরু করে বহু ছেলেমেয়ে। এমনকি কিছু জন কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। এবার সমস্ত চাকরিপ্রার্থীদের সুখবর দিল ভারতীয় বন সার্ভে বিভাগ। হ্যাঁ ঠিকই ধরেছেন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে FSI এর তরফ থেকে। আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরব আপনাদের জন্য।
সম্প্রতি বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। গ্রূপ বি ও গ্রূপ সি পদের জন্য আবেদন করতে পারবেন ভারতের যে কোনো জায়গা থেকেই। কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? কিভাবে আবেদন করবেন? সমস্ত খুঁটিনাটি জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
FSI এর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২০টি পদের জন্য লোক নেওয়া হবে। এর মধ্যে সুপারিন্টেন্ডেট পদের জন্য ১০টি, সিনিয়ার ড্রাফ্টসম্যান পদের জন্য ২টি, স্টেনোগ্রাফার গ্রেড – ১ পদের জন্য ৫টি ও অপার ডিভিশনাল ক্লার্ক পদে ১টি শূন্যপদ রয়েছে বলে জানা যাচ্ছে।
শূন্যপদ জানার পরেই যেটা সকলের প্রশ্ন সেটা হল কতটাকা বেতন পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন বেতন পরিকাঠামো থাকবে। নিচে পদের ভিত্তিতে বেতনের কাঠামো দেওয়া হল:
যেমনটা আগেই বলা হয়েছে, একাধিক পদের জন্য নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন হবে। এক্ষেত্রে কোন পদের ক্ষেত্রে কি যোগ্যতা প্রয়োজন সেটা নিচে তালিকারূপে দেওয়া হলঃ
যেহেতু এই নিয়োগের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা অনেকটাই বেশি। জানা যাচ্ছে, ৫৬ বছর অবধি আবেদন করা যাবে এই পদগুলির জন্য। এই বয়সের হিসাব করা হবে আবেদনের শেষ তারিখের হিসাবে।
এই নিয়োগে মূলত ডেপুটেশনের ভিত্তিতে করা হবে। তাই যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের অভিজ্ঞতা ও বার্ষিক রিপোর্ট বা ACR এর APAR এর উপর নির্ভর করবে। এছাড়া নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকেই।
আপনি যদি FSI এর শূন্যপদের জন্য আবেদন করতে চান তাহলে অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি ফলো করতে হবেঃ
ফর্ম ও ডকুমেন্টস পাঠানোর ঠিকানাটি হলঃ ডিরেক্টর জেনারেল, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, পোস্ট অফিস এইপিই, কাউলাগড় রোড, দেরাদুন – ২৪৮১৯৫
আবেদনের শেষ তারিখঃ ৩১শে মার্চ ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইট লিংক : Official Website
অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক : Official Advertisement Link
TVS মোটর কোম্পানির প্রথম অ্যাডভেঞ্চার বাইক, Apache RTX লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সংস্থা…
রেলযাত্রীদের জন্য দুর্দান্ত খবর! এবার সকলেই এসি লোকাল ট্রেনে চড়ার সুযোগ পাবেন, তাও একদম পকেট-ফ্রেন্ডলি…
প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি প্রকল্পে বরাদ্দ টাকা দেওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ঝামেলা লেগেই রয়েছে।…
প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তেই এবার ব্যাপক গরম দেখা গেল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। মার্চ…
Honda তাদের বিগউইং (BigWing) ডিলারশিপ থেকে বিক্রিত প্রিমিয়াম মোটরসাইকেলগুলির উপর ১০,০০০ টাকা ছাড় ঘোষণা করেছে।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম…
This website uses cookies.