লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Galaxy A52 সহ এই পাঁচ Samsung স্মার্টফোন ব্যবহার করলে বিপদ! সাপোর্ট বন্ধ করল কোম্পানি | Samsung Ends Software Updates

Published on:

Samsung সম্প্রতি তাদের পাঁচটি জনপ্রিয় গ্যালাক্সি স্মার্টফোনের জন্য সফটওয়্যার সাপোর্ট বন্ধ করার ঘোষণা করেছে। গিজমোচীনার এক রিপোর্টে জানানো হয়েছে, এই লিস্টে আছে Galaxy A32, A52 5G, A72 এবং S20 সিরিজের তিনটি মডেল – Galaxy S20, S20+ ও S20 Ultra। এই সিদ্ধান্ত অনেক স্যামসাং ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত যারা পুরনো মডেল ব্যবহার করছেন।

পাঁচটি Samsung ফোনের সফটওয়্যার আপডেট বন্ধ হল

Samsung Galaxy A52 5G এবং A72 ছিল স্যামসাংয়ের অন্যতম জনপ্রিয় মিডরেঞ্জ স্মার্টফোন, এগুলি সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ফোনের মত অভিজ্ঞতা দিত। এই ফোনগুলিতে হাই রিফ্রেশ রেটের স্ক্রিন, স্টেরিও স্পিকার, 5G কানেক্টিভিটি এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা ছিল। কিছুদিন আগে Galaxy A52 5G-এর স্ট্যান্ডার্ড ভার্সনের জন্য অ্যান্ড্রয়েড সাপোর্ট বন্ধ করেছিল স্যামসাং। এখন সেটার সঙ্গে যুক্ত হয়েছে A32 এবং S20 সিরিজ।

READ MORE:  যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন স্টাইলের ফোন আনছে ওয়ানপ্লাস, মিলবে 50+50MP ক্যামেরা

উল্লেখ্য, S20 সিরিজের ফোনগুলো ২০২০ সালে বাজারে এসেছিল এবং পাঁচ বছর ধরে নিয়মিত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পেয়ে আসছিল। কিন্তু এবার সেই সাপোর্ট বন্ধ করা হচ্ছে। তবে, এন্টারপ্রাইজ এডিশনের কিছু মডেলের জন্য আপডেট এখনো চালু রয়েছে।

এই পরিস্থিতিতে অনেক ব্যবহারকারী দ্বিধায় পড়তে পারেন এই ভেবে যে, এই ফোনগুলো কি এখন আর ব্যবহারযোগ্য নয়? এর উত্তর হলো, ফোনগুলো এখনও ব্যবহার করা যাবে, তবে সফটওয়্যার আপডেট না থাকায় নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে। কারণ, নতুন ভাইরাস বা হ্যাকিং পদ্ধতির বিরুদ্ধে সুরক্ষা না থাকলে ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে।

READ MORE:  Realme 14 5G সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এল, রয়েছে AI ক্যামেরা, যুগান্তকারী ডিজাইন

তাই যারা লেটেস্ট ফিচার এবং আপ-টু-ডেট সিকিউরিটি নিশ্চিত করতে চান, তাদের উচিত নতুন কোনো ডিভাইসে আপগ্রেড করা। বিশেষ করে যারা অনলাইন ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া বা গুরুত্বপূর্ণ তথ্য ফোনে সংরক্ষণ রাখেন, তাদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.