Gautam Adani's Rocket: ইলন মাস্ককে টেক্কা? এবার মহাকাশে নজর গৌতমের, শীঘ্রই লঞ্চ হবে আদানির রকেট | Now Gautam Adani Launching SSLV Soon
শ্বেতা মিত্র, কলকাতা: ভারতের বাণিজ্যিক বাজারে রাজত্ব করার পর এবার মহাকাশের দিকে নজর দিলেন ধনকুবের ব্যবসায়ী গৌতম আদানি (Gautam Adani)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি জমাবে আদানির রকেট! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। জানা গিয়েছে, গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ এখন মহাকাশ খাতে প্রবেশ করতে চলেছে।
এক আন্তর্জাতিক রিপোর্টে অনুসারে, ভারতের সবচেয়ে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ যান (SSLV) তৈরির দৌড়ে আদানি গ্রুপ চূড়ান্ত তিনজনের মধ্যে একটি। দুটি সরকারি কোম্পানি ভারত ডায়নামিক্স লিমিটেড এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)ও এই দৌড়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে, ভবিষ্যতে, আদানি ডিফেন্স সিস্টেমের নেতৃত্বে আলফা ডিজাইন টেকনোলজি SSLV তৈরি করতে পারে।
ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) দ্বারা নির্মিত এই SSLV একটি ছোট রকেট, যা তৈরিতে খরচ কম। এর সাহায্যে, ৫০০ কেজি পর্যন্ত ওজনের ছোট উপগ্রহগুলিকে নিম্ন-পৃথিবী কক্ষপথে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে। বর্তমানে, স্যাটেলাইট উৎক্ষেপণ বাজারে এই বিভাগের ব্যাপক চাহিদা রয়েছে।
২০২৩ সালে SSLV-এর প্রথম সফল উৎক্ষেপণের পর, ভারত সরকার এর উৎপাদন এবং প্রযুক্তির দায়িত্ব বেসরকারি শিল্পের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি ছিল দেশের বাণিজ্যিক মহাকাশ খাতের পরিধি সম্প্রসারণ এবং বিশ্বব্যাপী স্যাটেলাইট উৎক্ষেপণ বাজারে কঠিন প্রতিযোগিতা দেওয়ার দিকে একটি পদক্ষেপ, যেখানে বর্তমানে স্পেসএক্সের আধিপত্য রয়েছে। SSLV চুক্তির জন্য ২০টি কোম্পানি দরপত্র জমা দিয়েছিল। তালিকার শীর্ষে থাকা কোম্পানিটিকে উৎপাদন প্রক্রিয়া, SSLV-এর নকশার বিবরণ বোঝা এবং মান নিশ্চিতকরণ প্রশিক্ষণের জন্য ISRO-কে প্রায় ৩ বিলিয়ন টাকা দিতে হবে। ২৪ মাসের এই চুক্তিতে প্রযুক্তিগত সহায়তা এবং দুটি সফল উৎক্ষেপণও অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই বেসরকারীকরণ দেশের মহাকাশ শিল্পের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হতে পারে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.