লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Ghibli: সোশ্যাল মিডিয়ার ফিডে Ghibli ইমেজ! ফ্রিতেই ChatGPT দিয়ে বানিয়ে নিন | How To Make Ghibli Image

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন সোশ্যাল মিডিয়া খুললে একটিই ট্রেন্ড Ghibli স্টাইল। কিন্তু হঠাৎ কীভাবে এই ট্রেন্ড শুরু হল? কীভাবে আপনি নিজের ছবি Ghibli স্টাইলে রূপান্তর করবেন? ChatGPT দিয়ে কি এই প্রক্রিয়া সম্ভব? হ্যাঁ, এখন ফ্রি ব্যবহারকারীরাও OpenAI-এর মাধ্যমে Ghibli স্টাইলের ইমেজ বানাতে পারবেন। কিন্তু বানাবেন কীভাবে? চলুন বিস্তারিত দেখে নিই এই আর্টিকেলে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

Ghibli স্টাইলের AI ইমেজ কীভাবে ভাইরাল হল?

গত 26শে মার্চ OpenAI তাদের ChatGPT Plus, Pro এবং Team ব্যবহারকারীদের জন্য নেটিভ ইমেজ জেনারেশন বলে একটি টুল চালু করেছিল। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চরম উন্মাদনা সৃষ্টি হয়। ব্যবহারকারীরা রাতারাতি তাদের বাস্তব জীবনের ছবি Ghibli স্টাইলে রূপান্তর করতে শুরু করে।

READ MORE:  Viral Video: একেই বলে বুকের পাটা! ঢিল মেরে সিংহ তাড়ালেন লোকো পাইলট! হু হু করে ভাইরাল ভিডিও | Loco Pilot Scaring Lion from Railway Tracks with Stone

জানিয়ে রাখি, এই AI স্টাইল Studio Ghibli-র বিখ্যাত অ্যানিমেশন ফিল্মের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে, যা তার রঙিন এবং জাদুকরী চিন্তাভাবনার জন্য বিশেষ পরিচিত। কিন্তু এতদিন ChatGPT ব্যবহারকারীরা ফ্রিতে এই ইমেজ বানাতে পারছিলেন না। ফলে তারা xAI-এর Grok বা Google Gemini-এর মত বিকল্প প্ল্যাটফর্মের উপর ভরসা করছিল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ফ্রিতে Ghibli ইমেজ

অবশেষে OpenAI ফ্রী ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর এনেছে। এবার থেকে OpenAI-এর মাধ্যমেই ফ্রি অ্যাকাউন্ট দিয়ে এই Ghibli স্টাইলের ছবি তৈরি করা যাচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কিন্তু আপনি কীভাবে বানাবেন? চলুন ধাপে ধাপে জানি। 

READ MORE:  Ankita Bhattacharya: মাত্র ২২ বছর বয়সেই প্রাসাদ-সম বাড়ি বানালেন সারেগামাপা জয়ী অঙ্কিতা, শেয়ার করলেন ছবি | Ankita Bhattacharya Shared Her New Home Pictures

কীভাবে ChatGPT দিয়ে Ghibli স্টাইলের ছবি বানাবেন?

আপনি এখন নিজেও বাড়িতে বসে নিজের ছবি Ghibli স্টাইলে রূপান্তর করতে পারবেন, তাও একদম ফ্রিতে। শুধু নিচের ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে ChatGPT ওয়েবসাইট বা অ্যাপে যান।

২) লগইন করা না থাকলে প্রথমে লগইন করুন।

৩) এরপর ‘+’ আইকনে ক্লিক করে ছবি আপলোড করুন। 

৪) এরপর “Ghiblify this” বা “Turn this image in Studio Ghibli theme” লিখে নির্দেশ দিন। 

৫) এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। AI আপনার জন্য একটি Ghibli স্টাইলের ছবি তৈরি করে দেবে। 

৬) ব্যাস, এবার ডাউনলোড করুন এবং শেয়ার করুন। 

মজার বিষয় হল ChatGPT এখন ছবিতে 10 থেকে 20টি ভিন্ন ভিন্ন অবজেক্টিভ চিনতে এবং কাস্টমাইজ করতে পারে। তাই এখন খুব সহজেই Ghibli স্টাইলের ছবি বানাতে পারবেন। 

READ MORE:  ‘কথা রাখেনি সরকার’, ক্ষোভ উগরে দিয়ে দেউচায় কয়লা খনির কাজ বন্ধ করালেন স্থানীয়রা

ব্যবহারকারীদের জন্য লিমিট

যদিও OpenAI প্রথমে কোনরকম লিমিট দেয়নি। তবে উচ্চ চাহিদার কারণে এখন ফ্রি ব্যবহারকারীদের জন্য লিমিট করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এখন সর্বোচ্চ তিনটি ইমেজ ফ্রিতে বানানো যাবে। 

Ghibli ট্রেন্ড ইন্টারনেট কাঁপাচ্ছে!

OpenAI-এর এর নতুন এই ফিচার সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে পড়েছে। নিজের ফটো থেকে শুরু করে কোন মনোরম দৃশ্য বা বলিউডের দৃশ্য, সবই এখন Ghibli স্টাইলে সোশ্যাল মিডিয়ার ফিডে ঘুরছে। তাই আপনি যদি ফ্রিতে Ghibli স্টাইলের ছবি বানাতে চান, তাহলে এখনই ChatGPT ব্যবহার করে বানিয়ে ফেলুন আর শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.