লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gold And Silver Price: মধ্যবিত্তের মুখে হাসি, দুদিনেই প্রায় ৩০০০ টাকা সস্তা! দেখুন আজকের সোনা রুপোর রেট | Gold Silver Price

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন করে আবারো হোঁচট খেলো দেশের সোনার রুপোর বাজার। আমেরিকার পাল্টা কর নীতির কারণে শুধু শেয়ারবাজার নয়, বরং এবার ভাটা পড়েছে কমোডিটি মার্কেটেও। আর এর প্রভাব পড়েছে নিরাপদ বিকল্পের অন্যতম মাধ্যম সোনা ও রুপোর উপরে। টানা দ্বিতীয় দিন দাম কমলো হলুদ ধাতুর। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। বিনিয়োগকারীদের মধ্যে আবারও আশার আলো সঞ্চার হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ভারতের প্রধান প্রধান শহরে আজ সোনা ও রুপোর বাজার মূল্য।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

টানা দুই দিনে সোনার দাম পড়ল 2720 টাকা

আজ রাজধানীর বাজারে 24 ক্যারেট সোনা প্রতি 10 গ্রাম 980 টাকা দাম কমেছে, যা টানা দ্বিতীয় দিনের পতন। গত দুই দিনে 24 ক্যারেট সোনার দর কমেছে 2720 টাকা। এদিকে 22 ক্যারেট হলমার্ক গয়না সস্তা হয়েছে 2500 টাকা প্রতি 10 গ্রাম। আর এই হঠাৎ পতনের পিছনে বিশেষজ্ঞরা যে কারণগুলোকে উল্লেখ করছে তা হল আন্তর্জাতিক মন্দার আশঙ্কা, বিনিয়োগকারীদের অনিশ্চয়তা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি।

READ MORE:  স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দারুণ খবর, সোনা থাকলেই এবার লাখ লাখ টাকা দেবে SBI

রুপোর বাজারেও পতনের ছায়া | Silver Price Today |

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও টানা তিন দিন ধরে কমছে। দিল্লিতে আজ 1 কেজি রুপো বিক্রি হচ্ছে মাত্র 94 হাজার টাকায়, যেখানে কিছুদিন আগেই তা পৌঁছে গিয়েছিল 1.5 লক্ষে। গত তিন দিনে রুপোর মূল্য পতন হয়েছে প্রায় 11 হাজার টাকা। মুম্বাই এবং কলকাতাতেও আজ একই দাম চলছে। তবে চেন্নাইতে রুপো এখনো 1 লক্ষ 3 হাজার টাকা প্রতি কেজিতে বিকোচ্ছে, যা এখন দেশের সবথেকে দামি রুপোর বাজার। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর কেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বাঙ্গালুরু ইত্যাদি জায়গায় 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 83,100/- টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,660/- টাকায়। এদিকে রাজধানীতে সোনার মূল্য এই শহরগুলির তুলনায় একটু চড়া। দিল্লি এবং জয়পুরে আজ 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 83,250/- টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 90,810/- টাকায়।

READ MORE:  Gold Price: বিশ্বের ১০টি দেশ যেখানে সোনার দাম সবচেয়ে কম, ভারতের তুলনায় কত সস্তা জানেন? | Gold Price India And Other Countries

ভবিষ্যত ইঙ্গিত

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার ফলে সোনার দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ে। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। কারণ আর্থিক মন্দার ভয় এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে চরম দ্বিধা সৃষ্টি করেছে। 

বাজার বিশেষজ্ঞরা মনে করছে, যদি এই মূল্য পতনের ধারা চলতে থাকে, তাহলে সামনের সপ্তাহগুলিতে আরো পতন দেখা যেতে পারে। তবে সোনার বাজার দ্রুতগতিতে আগের জায়গায় ফিরে যেতে বেশিদিন সময় লাগবে না। কারণ সোনার চাহিদা বিশ্বজুড়ে আকাশছোঁয়া।

READ MORE:  রাজ্যে ঘূর্ণিঝড় আসছে, এতদিন স্কুল-কলেজ বন্ধ থাকবে, জারি হলো বিজ্ঞপ্তি

এখন কি বিনিয়োগ করা উচিত?

বর্তমানে সোনা ও রুপোর বাজারের টালমাটাল অবস্থা। যারা সোন-রুপো কিনতে চাইছেন, তাদের জন্য এটা হতে পারে সেরা সময়। তবে বিনিয়োগের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা জরুরী। কারণ বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.