Gold And Silver Price: টানা দু'দিন সোনার দামে ধস, সপ্তাহান্তে চমক দেখাচ্ছে রিপর দাম! রইল আজকের রেট | Gold And Silver Price Today
সৌভিক মুখার্জী, কলকাতাঃ বিয়ের মরসুমে কয়েকদিন লাগাম ছাড়া বাড়ছিল সোনার রুপোর দাম (Gold and Silver Price)। তবে এবার খুশির খবর। টানা দ্বিতীয় দিনের জন্য সোনার মূল্যপতন হয়েছে, যা সাধারণ মানুষের পকেটের চাপ অনেকটাই কমাবে। আজ শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি। সোনার দাম আবারও কমেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ২৪ ক্যারেট সোনার দাম ৫০০ টাকা কমে গেছে আর ২২ ক্যারেট সোনার দাম কমে গেছে ৪০০ টাকা। চলুন দেখে নেওয়া যাক, দেশের প্রধান প্রধান শহরগুলিতে আজ সোনা রুপো কত টাকায় বিক্রি হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছে, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন ফেডারেলের সুদ সংক্রান্ত নিয়ম কানুনের উপর ভর করেই সোনার দামের এই পতন দেখা যাচ্ছে। এছাড়া উৎসবের মরসুমে চাহিদা কম থাকলে বা বিনিয়োগকারীরা মুনাফা তোলার জন্য সোনা বিক্রি করে দিলে হলুদ ধাতুর দামের আরো পতন হতে পারে। তাই সোনার বাজারের গতিবিধির দিকে নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অর্থনৈতিক পরিবর্তন এবং সরকারের নীতিগুলি সরাসরি সোনার দামের উপর প্রভাব ফেলে।
আজ ২৮শে ফেব্রুয়ারি, শুক্রবার। দেশের প্রধান প্রধান শহরগুলিতে যদি আজ সোনার দামের দিকে তাকাই, তাহলে গতকালের তুলনায় কিছুটা মূল্যপতন লক্ষ্য করা যাবে। যেমন কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৮০,২০০/- টাকা এবং ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৮৭,৪৫০/- টাকা।
শুধু কলকাতা নয়, দিল্লিতে যদি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে যাই তাহলে খরচ পড়বে ৮০,২৪০/- টাকা এবং ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে পড়বে ৮৭,৫০০/- টাকা। একইভাবে মুম্বাইতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮০,০৯০/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৮৭,৩৭০/- টাকা এবং চেন্নাইতে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮০,৫০০/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৮৭,৮০০/- টাকা।
রুপোর বাজারের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো, রুপোর বাজার এই কদিন স্থিতিশীল রয়েছে। অর্থাৎ, ২৮শে ফেব্রুয়ারির বাজার দর হিসাবে ১ কেজি রুপো কিনতে গেলে পকেট থেকে খোয়াতে হবে ৯৭,৯০০/- টাকা।
আর পড়ুনঃ ১০ হাজার টাকা বোনাস, এক সপ্তাহের ছুটি! পুলিশ কর্মীদের জন্য ঘোষণা রাজ্য সরকারের
ভারতের সোনার দাম বিভিন্ন কারণে ওঠানামা করে থাকে। এর মধ্যে প্রধান কারণগুলি হিসেবে বিশেষজ্ঞরা যে বিষয়গুলিকে উল্লেখ করে সেগুলি হল- আন্তর্জাতিক বাজারের পরিবর্তন, ডলারের মূল্যে ওঠানামা, সরকারি কর ও শুল্ক, উৎসব ও বিবাহের মরসুম ইত্যাদি। বিশ্ববাজারে সোনার চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হয়। আবার উৎসব বা বিয়ের সময় সোনার দামে ওঠানামা লক্ষ্য করা যায়। তবে খুশির খবর এই যে, বর্তমানে বিয়ের মরসুম চললেও সোনার দাম কিছুটা হ্রাস পেয়েছে।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে বেশ হইচই পড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি পশ্চিমবঙ্গের খ্যাতনামা কলেজ আইআইটি খড়গপুর…
বর্তমান সময়ে চাকরির বাজার ক্রমশই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আর এই কারণেই অনেকেই নিরাপদ এবং লাভজনক…
ফ্লিপকার্টে চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে বাম্পার ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন কেনা যাচ্ছে। আমরা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: গতকাল ছিল বসন্ত উৎসব। আকাশে বাতাসে মিশেছিল খুশির রং। গোটা এলাকা যখন…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল…
This website uses cookies.