Gold And Silver Price: ফের বাড়ল সোনার দাম, কম যাচ্ছে না রুপোও! দেখে নিন আজকের রেট | Gold And Silver Rates Today
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ মঙ্গলবার, ১১ই মার্চ। ভারতে সোনার দর নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। কারণ, গতকালের তুলনায় আজ কিছুটা দাম চড়া হয়েছে হলুদ ধাতুর। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। সোমবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দর কিছুটা কমলেও আজ ভারতীয় বাজারে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। চলুন দেখে নেওয়া যাক দেশের প্রধান প্রধান শহরগুলিতে আজ হলুদ ধাতুর বাজার মূল্য।
আজ ভারতের প্রধান প্রধান শহরগুলিতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৮৭,৮২০/- টাকায়, ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৮০,৫০০/- টাকায় এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৬৫,৮৭০/- টাকায়। খেয়াল করলে আমরা দেখতে পাবো, গতকালের তুলনায় আজ দর কিছুটা বেড়েছে, যা সাধারণ গ্রাহক এবং বিনিয়োগকারীদের পকেটের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
সম্প্রতি মার্কিন ডলার ইনডেক্স ৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। একইসঙ্গে বিশ্বের শেয়ারবাজারে বড়সড় পরিবর্তন হয়েছে। বিনিয়োগকারীরা এখন আমেরিকার আসন্ন মুদ্রাস্ফীতির দিকে তাকিয়ে রয়েছেন, যা ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। আর এই সমস্ত কারণেই মূলত সোনার দাম দিনের পর দিন বেড়ে চলেছে।
এদিকে ভারতে আজ রুপোর দর কিছুটা কমেছে। প্রতি গ্রামে ১০ পয়সা কমে আজ ১ কেজি রুপোর দর দাঁড়িয়েছে ৯৯,০০০/- টাকা, যা আগের তুলনায় প্রায় ১০০ টাকা কম। তাই রুপো ক্রেতাদের জন্য এটি একটি সুসংবাদ।
গত সোমবার MCX গোল্ড ফিউচার দিন শেষে ৮৫,৪০৫/- টাকা প্রতি ১০ গ্রামে লেনদেন হয়েছে, যা দিনের সর্বোচ্চ ৮৬,১৪৯/- টাকার থেকে সামান্য কিছুটা নীচে। অন্যদিকে MCX সিলভার ফিউচার ৯৬,৪৬৫/- টাকা প্রতি কেজিতে লেনদেন হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছে, আগামী দিনে সোনার দাম আরও বৃদ্ধি পেতে পারে। মুদ্রাস্ফীতি এবং মার্কিন অর্থনৈতিক অবস্থার উপর নজর রাখলে বোঝা যাবে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর দিকে এগোবে কি না। যদি সুদের হার কমে তাহলে বিনিয়োগকারীরা সোনার দিকে আরো বেশি ঝুঁকবে। ফলে সোনার দাম আরও বাড়তে পারে। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তারা আগেভাগেই সিদ্ধান্ত নিতে পারেন।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.