Gold and Silver Price: রেকর্ড গড়ল সোনা, হু হু করে বাড়ল দাম! আজকের রেট কত? | Kolkata Gold and Silver Price Today

শ্বেতা মিত্র, কলকাতা: বিগত বেশ কিছু সময় ধরে সোনা ও রুপোর দামে (Gold and Silver Price) ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বলা ভালো, দাম কমার বদলে দিন দিন হু হু করে বেড়েই চলেছে। ইতিমধ্যে সোনার দাম ৮০ হাজারে গণ্ডি পেরিয়ে গিয়েছে। তবে এবার ৮৫ হাজারে গণ্ডি পেরোবে বলে মনে করা হচ্ছে। এমনিতে বর্তমান সময়ে বিয়ের মরসুম চলছে। আর বাঙালির বিয়ে সোনা ছাড়া অসম্পূর্ণ। বর বধূকে সোনা দেওয়া হোক কিংবা বিয়েতে পড়ে যাওয়ার জন্য গয়না কেনা, সকলেরই নজর থাকে সোনা ও রুপোর দামের উপর। আজ শুক্রবার নতুন করে সোনা ও রুপোর দাম জারি করা হলো আর এই দাম দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে। আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? আর সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে রাখুন দাম কত।

READ MORE:  Weather Today: ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা, ছুটির দিনে ফের জাঁকিয়ে শীত বাংলায়, আজকের আবহাওয়ার খবর | South Bengal Winter Update In Sunday

কলকাতায় আজকের সোনার দাম

আপনিও কী কলকাতা শহরের বাসিন্দা? তাহলে জেনে নিন আজ শহরে কত টাকায় মিলছে সোনা ও রুপো। জানলে চমকে উঠবেন, আজ আরও বেশ খানিকটা দাম বাড়ল সোনার। যদিও আগামী কিছু মাসের মধ্যে এই দাম আরও আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করছে ব্যবসায়িক মহল। যাইহোক ২২, ২৪ ক্যারেটে বেশ অনেকটাই দাম বেড়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ঠিক কতটা পরিমানে এই দাম বেড়েছে? তাহলে বিশদে জানতে নজর রাখুন লেখাটির ওপর।

READ MORE:  চাকরি ছাড়াই মিলবে পেনশন, সবাই পাবেন! কেন্দ্র চালু করল নয়া পেনশন স্কিম

২২ ক্যারেট সোনার দাম

গতকাল বৃহস্পতিবার যেখানে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৬, ১০০ টাকা, আজ সেই দাম ১২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৭,৩০০ টাকায়।

২৪ ক্যারেট সোনার দাম

অন্যদিকে গতকাল বুধবার ২৪ ক্যারটে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৩,০২০ টাক, সেখানে আজ ১৩১০  টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৪, ৩৩০ টাকায়।

কলকাতায় রুপোর দাম

আপনি যদি সোনার দাম দেখি চমকে গিয়ে থাকেন তাহলে এখনো রুপোর দাম কিন্তু দেখা বাকি রয়েছে। আজ কলকাতা শহরে সোনার পাশাপাশি রুপোর দামও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৯৫০ টাকায়। এছাড়াও আজ এক কেজি রুপোর দাম ১০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৯, ৫০০ টাকায়।

READ MORE:  Ananya Birla: ৩০ বছর বয়সেই ২ লক্ষ কোটির সম্পত্তি, কে এই তরুণী, যে ইশা আম্বানিকে দিচ্ছেন টক্কর? | Kumar Mangalam Birla's Daughter Net Worth

এভাবে জানুন Gold Rate

আপনি কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে সোনা ও রুপোর দর জেনে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত শনিবার ও রবিবার আইবিজেএ দ্বারা হারগুলি প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এরপরেই আপনার ফোনের এসএমএসের মাধ্যমে রেট চলে আসবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com ভিজিট করতে পারেন।

Scroll to Top