Gold and Silver Price: রেকর্ড গড়ল সোনা, হু হু করে বাড়ল দাম! আজকের রেট কত? | Kolkata Gold and Silver Price Today
শ্বেতা মিত্র, কলকাতা: বিগত বেশ কিছু সময় ধরে সোনা ও রুপোর দামে (Gold and Silver Price) ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বলা ভালো, দাম কমার বদলে দিন দিন হু হু করে বেড়েই চলেছে। ইতিমধ্যে সোনার দাম ৮০ হাজারে গণ্ডি পেরিয়ে গিয়েছে। তবে এবার ৮৫ হাজারে গণ্ডি পেরোবে বলে মনে করা হচ্ছে। এমনিতে বর্তমান সময়ে বিয়ের মরসুম চলছে। আর বাঙালির বিয়ে সোনা ছাড়া অসম্পূর্ণ। বর বধূকে সোনা দেওয়া হোক কিংবা বিয়েতে পড়ে যাওয়ার জন্য গয়না কেনা, সকলেরই নজর থাকে সোনা ও রুপোর দামের উপর। আজ শুক্রবার নতুন করে সোনা ও রুপোর দাম জারি করা হলো আর এই দাম দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে। আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? আর সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে রাখুন দাম কত।
আপনিও কী কলকাতা শহরের বাসিন্দা? তাহলে জেনে নিন আজ শহরে কত টাকায় মিলছে সোনা ও রুপো। জানলে চমকে উঠবেন, আজ আরও বেশ খানিকটা দাম বাড়ল সোনার। যদিও আগামী কিছু মাসের মধ্যে এই দাম আরও আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করছে ব্যবসায়িক মহল। যাইহোক ২২, ২৪ ক্যারেটে বেশ অনেকটাই দাম বেড়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ঠিক কতটা পরিমানে এই দাম বেড়েছে? তাহলে বিশদে জানতে নজর রাখুন লেখাটির ওপর।
গতকাল বৃহস্পতিবার যেখানে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৬, ১০০ টাকা, আজ সেই দাম ১২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৭,৩০০ টাকায়।
অন্যদিকে গতকাল বুধবার ২৪ ক্যারটে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৩,০২০ টাক, সেখানে আজ ১৩১০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৪, ৩৩০ টাকায়।
আপনি যদি সোনার দাম দেখি চমকে গিয়ে থাকেন তাহলে এখনো রুপোর দাম কিন্তু দেখা বাকি রয়েছে। আজ কলকাতা শহরে সোনার পাশাপাশি রুপোর দামও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৯৫০ টাকায়। এছাড়াও আজ এক কেজি রুপোর দাম ১০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৯, ৫০০ টাকায়।
আপনি কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে সোনা ও রুপোর দর জেনে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত শনিবার ও রবিবার আইবিজেএ দ্বারা হারগুলি প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এরপরেই আপনার ফোনের এসএমএসের মাধ্যমে রেট চলে আসবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com ভিজিট করতে পারেন।
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে…
ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়ই সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। বিশেষ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 শুরু হওয়ার আগেই বড়সড় নিয়ম বাঁধল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board…
এক অদ্ভুত আবহাওয়া এখন বাংলা জুড়ে। বেশ ভালো গরম পড়ে গেছে। সকাল থেকে রাত দমবন্ধ…
অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দোলের আগে দেশের বাজারে সোনা এবং রুপোর দামে (Gold and Silver Price)…
This website uses cookies.