Gold And Silver Price Today: কেনার সঠিক সময়, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের পতন সোনার দামে! কত হল রুপো? | Know Gold And Silver Price Today

সৌভিক মুখার্জী, কলকাতাঃ সোনার দাম (Gold Price) দিনের পর দিন কমছে। আজও সোনার দামে পতন লক্ষ্য করা গেছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। বিয়ের মরসুম প্রায় শেষ লগ্নে। আর এজন্যই হয়তো সোনার দামে কিছুটা মূল্য পতন হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক আজকের বাজার দর হিসাবে দেশের প্রধান প্রধান শহরগুলিতে সোনার বাজার মূল্য।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন কমল সোনার দাম?

বিশ্ববাজারের ওঠানামা সরাসরি সোনার বাজারের উপর প্রভাব ফেলে। Mehta Equities-এর বিশেষজ্ঞ রাহুল কালান্ত্রি মনে করছেন, মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির ফলে সোনার চাহিদা কিছুটা কমেছে। সূত্র বলছে, আমেরিকার রাষ্ট্রপতি মেক্সিকো এবং কানাডার উপর নতুন শুল্ক আরোপ করেছে। এর ফলে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে গেছে। তাই তারা সোনায় বিনিয়োগ করতে চাইছে না। এছাড়াও ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছোতে পারে বলে জল্পনা চলছে, যা সোনার দামের উপর চাপ সৃষ্টি করছে। 

READ MORE:  ইন্টারনেট ছাড়াই রাস্তা চিনিয়ে নিয়ে যাবে Google Maps, লোকেশন সেভ রাখার কৌশল জেনে নিন

দেশের প্রধান শহরগুলিতে আজ সোনার দাম | Gold Price Today |

আজ মুম্বাই, চেন্নাই, কলকাতা ইত্যাদি বড় বড় শহরগুলিতে সোনার দামের দিকে খেয়াল করলে দেখা যাবে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম বিক্রি হচ্ছে ৭৯,৩৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৬,৬১০/- টাকায়। তবে রাজধানীতে আছো মূল্যের কিছুটা পার্থক্য রয়েছে। দিল্লীতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৭৯,৫৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৬,৭০৭/- টাকায়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

রুপোর বাজার দর | Silver Price Today |

সোনার দামে কিছুটা পরিবর্তন আসলেও রুপোর দামে তেমন কোন পরিবর্তন দেখা যাচ্ছে না। আজকের বাজার দর হিসেবে ১ কেজি রুপো কিনতে গেলে পকেট থেকে খোয়াতে হবে ৯৬,৯০০/- টাকা।

READ MORE:  অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, কত টাকা বেতন বাড়বে দেখে নিন

কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?

ভারতের সোনার দাম নির্ধারিত হয় বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে প্রধান কয়েকটি বিষয় হল আন্তর্জাতিক বাজারে মূল্যের ওঠানামা, সরকারের নির্ধারিত শুল্ক, ডলারের বিনিময়ের হার এবং অভ্যন্তরীন বাজার চাহিদা। এই সমস্ত পরিবর্তনগুলির উপর ভিত্তি করেই প্রতিদিন হলুদ ধাতুর মূল্যে পরিবর্তন আসে। এছাড়া উৎসব এবং বিবাহের মরসুম তো রয়েছেই। এই সময়ে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে দামও বৃদ্ধি পায়।

READ MORE:  গ্রীষ্মকাল তো চলেই আসলো! একবার এই ব্যবসা শুরু করুন, কম বিনিয়োগে মাস শেষে ৫০ হাজার টাকা লাভ হবে

মূলত এবার বিশ্ব অর্থনৈতিক অস্থিরতার কারণে সোনার দামে কিছুটা মূল্য পতন হয়েছে। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তারা বর্তমান বাজার মূল্যের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

Scroll to Top