Gold And Silver Price Today: টানা ঊর্ধ্বগতির মাঝে কিছুটা স্বস্তি, কমল সোনা-রুপোর দাম! দেখুন আজকের রেট | Gold, Silver Price
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর নবরাত্রির পঞ্চম দিনে অবশেষে সোনার দামে কিছুটা পতন দেখা গেল। আজ বৃহস্পতিবার, ৩রা এপ্রিল। হলুদ ধাতুর দর (Gold Price) কিছুটা কমেছে। ফলে বিনিয়োগকারীরা আবারও আশার আলো দেখছে। আজ ২৪ ক্যারেট সোনা ৯২,৯৮০/- টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় প্রায় ২০ টাকা কম। চলুন একনজরে দেখে নিই ভারতের বাজারে আজ সোনা ও রুপোর হালচাল।
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাইতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৫,০৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯২,৮৩০/- টাকায়। এদিকে রাজধানীতে হলুদ ধাতুর দাম আরো চড়া। দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৫,২৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯২,৯৮০/- টাকায়।
হলুদ ধাতুর পাশাপাশি সাদা ধাতুর মূল্যেও কিছুটা পতন লক্ষ্য করা যাচ্ছে আজ। আজ প্রতি কেজি রুপোর দাম ১,০৪,৯০০/- টাকা, যা গতকালের তুলনায় প্রায় ২০০ টাকা কম। রুপোর দাম কমলেও বিনিয়োগকারীদের নজর এখন সোনার দিকেই বেশি। কারণ বিশ্ববাজারে সোনার চাহিদা দিনের পর দিন বাড়ছে।
বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন, ডলারের মূল্য ওঠানামা, মার্কিন অর্থনীতির কারণে সোনার দামে প্রভাব পড়ছে। সম্প্রতি বিশ্ববাজারে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকে ঝুঁকছে। তাই সোনার দাম চড়া হচ্ছে। এদিকে মার্কিন ডলারের মূল্য প্রতিনিয়ত ওঠানামা করছে, যা সোনার দামে সরাসরি প্রভাব ফেলছে। এছাড়া বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি সম্প্রতি প্রচুর পরিমাণে সোনা মজুদ করছে। ফলে সোনার বাজারে সরাসরি প্রভাব পড়ছে। আর ঠিক এই কারণেই সোনা রেকর্ড স্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
ভারতের বাজারে সোনার দাম কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দরের ওঠানামা সরাসরি ভারতের বাজারে প্রভাব ফেলে। পাশাপাশি ভারত সরকারের কর নীতি, ভারতীয় রুপির মূল্যের ওঠানামা, উৎসব ও বিয়ের মরসুম ইত্যাদি সোনার দরে সরাসরি প্রভাব ফেলে।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, সোনার দাম আজ সামান্য কমলেও দীর্ঘমেয়াদে বাড়তে পারে। তাই যারা বিনিয়োগ করতে চান, তারা বর্তমানে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। কারণ, বিশ্ববাজারে এরকম পরিস্থিতি বজায় থাকলে সোনার দাম হয়তো ১ লক্ষ টাকাও ছুঁয়ে ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কল করার পাশাপাশি…
ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত Oppo। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে ব্র্যান্ডটি। সংস্থার আসন্ন Oppo…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা এতদিন সোনা (Gold), হীরা বা প্লাটিনামকে সব থেকে দামি জিনিস বলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ই এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ…
This website uses cookies.