Gold And Silver Price Today: দরপতনের ইতি, এবার সোনার দামে আগুন! বাড়ল রুপোর দরও, দেখুন আজকের রেট | Silver, Gold Price APR 17
সৌভিক মুখার্জী, কলকাতা: বাঙালিদের কাছে সোনা (Gold) শুধুমাত্র অলংকার নয়, বরং ভরসারও প্রতীক। টানা কয়েকদিন দর পতনের পর আবারো বৃদ্ধি পেল হলুদ ধাতুর দাম। আজ বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল। সোনার দর পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। দেশজুড়ে সোনার দর ছাড়িয়েছে আবারও ৯৬ হাজার টাকার গণ্ডি, যা এখনো সর্বোচ্চ। একইভাবে রুপোর দামও বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ টাকা প্রতি কেজি।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আমেরিকা এবং চীনের মধ্যে চলতে থাকা শুল্কযুদ্ধের ফলে আন্তর্জাতিক সোনার বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। আর এর ফলে আন্তর্জাতিক বাজার সরাসরি আঘাত হানছে ভারতের বাজারের উপর। এখন সোনার ব্যবসা চলছে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে। কখনো বাড়ছে, আবার কখনো কমছে। চলুন দেখে নেওয়া যাক আজ ভারতের বাজারে সোনা ও রুপোর হালচাল।
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরু ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৮,১৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৬,১৮০/- টাকায়। এদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে সোনার দর আরো চড়া। রাজধানী দিল্লি, গাজিয়াবাদ, লখনউ, নয়ডা ইত্যাদি শহরে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৮,৩১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৬,৩৩০/- টাকায়।
আছো ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার। রুপোর দর আবারও অনেকটাই বেড়েছে। আজ রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ টাকা প্রতি কেজি। হ্যাঁ, গতকালের তুলনায় প্রায় ৩০০/- টাকা বৃদ্ধি পেয়েছে সাদা ধাতুর দাম।
ভারতের সোনার বাজার বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার দাম যদি বাড়তে থাকে তাহলে ভারতের বাজারে সরাসরি প্রভাব পড়ে। এছাড়া ভারতীয় রুপির মূল্য ওঠানামাও সোনার দরে প্রভাব ফেলে। এর পাশাপাশি উৎসব এবং বিয়ের মরসুমে সোনার চাহিদা এমনিতেই তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই সোনার দর বৃদ্ধি পায়।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বাজার যদি স্বাভাবিক থাকে তাহলে আগামী ৬ মাসে সোনার দাম কমে আবারো ৭৫,০০০/- টাকা প্রতি ১০ গ্রামে আসতে পারে। তবে যদি যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা আবারও বাড়ে, তাহলে সোনার দাম এক লাফে ১,৩৮,০০০/- টাকার গণ্ডি পার করতে পারে। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটা বুদ্ধিমানের কাজ হবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.