লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gold And Silver Price Today: ফের রেকর্ড দাম বৃদ্ধি সোনার, রুপোর দরেও আগুন! দেখুন আজকের রেট | APR 11 Gold And Silver Price

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দামে (Gold Price) আজও দেখা গেল বড়সড় উত্থান। হ্যাঁ, মাত্র এক রাতের ব্যবধানেই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে গিয়েছে ২০০০/- টাকা। আর সেই সঙ্গে ১ লক্ষ টাকার মাইলফলক স্পর্শ করার কাছাকাছি ভারতের সোনার বাজার। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বর্তমানে সোনার দর রেকর্ড উচ্চতার খুব কাছাকাছি পৌঁছেছে। ২৪ ক্যারেট সোনা ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৯৩,৩০০/- টাকার বেশি। এদিকে ২২ ক্যারেট সোনার দর ৮৫,৬০০/- এর ঘরে। একই সঙ্গে রুপোর দর বেড়ে দাঁড়িয়েছে ৯৭,১০০/- টাকায়, যা গতকালের তুলনায় প্রায় ৪০০০/- টাকা বেশি। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর হালচাল।

READ MORE:  Stock Market: অল্প সময়ের জন্য কিনে রাখুন এই দুই স্টক, হবে বিপুল আয়! পরামর্শ শেয়ার বাজার বিশেষজ্ঞের | Short Term Stock

আজ সোনার বাজার দর | Gold Price Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৫,৬১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯৩,৩৯০/- টাকায়। এদিকে রাজধানীতে সোনার দর আরো বেশি। দিল্লি, লখনৌ এর মত শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৫,৭৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯৩,৫৪০/- টাকায়। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে রুপোর দরে সবুজ চিহ্ন দেখা গিয়েছে। গতকালের তুলনায় একধাক্কায় ৪০০০/- টাকার বৃদ্ধি পেয়েছে রুপোর দর। হ্যাঁ, আজ সাদা ধাতুর দাম দাঁড়িয়েছে ৯৭,১০০/- টাকা প্রতি কেজি। ফলে সাধারণ গ্রাহকদের কপালে আবারও চিন্তার ভাঁজ পড়েছে।

READ MORE:  Olympic Cricket: ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট, বাদ পাকিস্তান-বাংলাদেশ! জায়গা হবে ভারতের? | 2028 Cricket Olympics

কেন বাড়ল সোনার দাম?

সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনার ফলে আবারও বাড়তে শুরু করেছে সোনার দর। কিছুদিন আগে আন্তর্জাতিক বাজারে সোনার দর অনেকটাই কমে গিয়েছিল, মূলত নতুন আমদানি শুল্কের কারণে। বর্তমান বিশ্ববাজারে সোনার দাম প্রতি গ্রাম ৩১৬৩ মার্কিন ডলার থেকে নেমে ৩১০০ মার্কিন ডলারে পৌঁছেছে। আর এই পরিবর্তন ভারতের বাজারে পড়েছে।

কীভাবে ঠিক হয় সোনার দাম?

ভারতের বাজারে সোনার দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারের দর, সরকার নির্ধারিত ট্যাক্স এবং আমদানি শুল্ক, এছাড়া রুপির বিনিময় মূল্যের উপরেও নির্ভর করে। সোনা শুধুমাত্র বিনিয়োগের মাধ্যম নয়, বরং বিবাহ ও উৎসবের মরসুমে এর চাহিদা আকাশছোঁয়া থাকে। আর সেই কারণেই দর ঊর্ধ্বগতি হচ্ছে।

READ MORE:  PNB Fixed Deposit: শুধু সুদই মিলবে ৪৯,৯৪৩ টাকা! PNB এই স্কিমে বিনিয়োগে হবেন লাভবান | Punjab National Bank Fixed Deposit

এখন কিছু সোনা কেনার সঠিক সিদ্ধান্ত?

যারা সোনায় বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই মুহূর্তে কিছুটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ একদিকে সোনার দর বাড়ছে, আবার একদিকে বাজারে অচলাবস্থা তৈরি হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.