Gold And Silver Price Today: মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি, টানা বৃদ্ধির পর পতন সোনা, রুপোর দামে! রইল আজকের রেট | Silver, Gold Price Down
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা কয়েকদিন ঊর্ধ্বগতির পর আজ কিছুটা স্বস্তি। অবশেষে কিছুটা মূল্য পতন হয়েছে হলুদ ধাতুর (Gold Price)। ভারতে সোনার চাহিদা চিরকালই আকাশছোঁয়া। এটি শুধুমাত্র অলংকার হিসাবে নয়, বরং এটিকে সমৃদ্ধি এবং নিরাপত্তার প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়। বিয়ে থেকে শুরু করে বিশেষ অনুষ্ঠান, সব জায়গায় সোনার ভূমিকা অপরিসীম। তাই হলুদ ধাতুর মূল্য ওঠানামা করলে বাজারে ব্যাপক প্রভাব পড়ে।
আজ ২২শে মার্চ, ২০২৫। দেশের বাজারে সোনা এবং রুপোর দরে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছে, সাময়িকভাবে কিছুটা দাম কমলেও নবরাত্রির সময় আবারও বৃদ্ধির সম্ভাবনা থাকছে। চলুন দেখে নেওয়া যাক, ভারতের প্রধান প্রধান শহরগুলিতে আজ সোনা অ রুপোর বাজার মূল্য।
আজ দেশের প্রধান প্রধান শহর অর্থাৎ মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই ইত্যাদি শহরগুলিতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৯০,২১০/- টাকায়, যেখানে গতকাল দাম ছিল ৯০,৬৭০/- টাকায়। একইভাবে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৮২,৬৯০/- টাকায়, যা গতকালের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে। এদিকে রাজধানীতে আজ সোনার দাম কিছুটা বেশি। দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯০,৩৬০/- টাকায় এবং ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮২,৮৪০/- টাকায়।
এদিকে আজ রুপোর বাজারও কিছুটা স্বস্তি দিয়েছে। আজ দেশের বাজারে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ১,০২,৯০০/- টাকায়। গতকালের তুলনায় রুপোর ১০০/- টাকা মূল্য পতন হয়েছে।
হোলির পর সোনার দামের এই ঊর্ধ্বগতির পিছনে বেশ কিছু কারণ দেখা যাচ্ছে। প্রথমত বিশ্ব অর্থনীতিতে সাম্প্রতিক মন্দা দেখা গিয়েছে, যা সোনার দামে সরাসরি প্রভাব ফেলছে। পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে, যা সোনার বাজারে সরাসরি প্রভাব ফেলছে। এদিকে আন্তর্জাতিক বাজারে ডলারের দামও হ্রাস পাচ্ছে। তাই বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকে পা বাড়াচ্ছে। এই সমস্ত কারণেই সোনার দর ঊর্ধ্বগতি।
সোনার বাজারের এই ছোটখাটো পরিবর্তন সাধারন মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যারা বিনিয়োগ করতে চান তারা বাজার পর্যবেক্ষণ করে পা বাড়াতে পারেন। যেহেতু সামনে নবরাত্রি এবং গ্রীষ্মকালীন বিয়ের সিজন রয়েছে, তাই সোনার দাম আবারও ঊর্ধ্বগতি হতে পারে। তাই এখন কিনবেন, নাকি অপেক্ষা করবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বায়ু সেনার (Indian Air Force) শক্তি বাড়াতে বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার একেবারে দুই প্রতিদ্বন্দ্বীর ঘর ভাঙতে চলেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)!…
সুমন পাত্র, কলকাতা: Realme V70 5G সিরিজ চুপিচুপি লঞ্চ হয়ে গেল। এই লাইনআপে দুটি স্মার্টফোন…
বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘ভাগ্য বদলাতে সময় লাগে না।’ কথাটা শোনা শোনা ঠেকছে? এমন বহু প্রচলিত…
Huawei তাদের লেটেস্ট ফোল্ডেবল ফোন Pura X লঞ্চ করল। এটি অনন্য ডিজাইন সহ এসেছে। এই…
This website uses cookies.