Gold And Silver Price Today: সোনার ঝকমকানিতে ছেদ! দাম কমেছে রুপোরও, দেখুন আজকের রেট | Gold, Silver Price Apr 14
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর আজ আম্বেদকর জয়ন্তীর দিন সোনা রুপোর দামে (Gold and Silver Price) কিছুটা পতন দেখা গেল। হ্যাঁ, আজ সোমবার, ১৪ই এপ্রিল। যারা সোনায় নিয়মিত বিনিয়োগ করতে আগ্রহী কিংবা বিয়ের বাজারে সোনা কিনতে চাইছেন, তাদের জন্য কিছুটা সুখবর। গতকালের তুলনায় হলুদ ধাতুর মূল্য আজ কিছুটা পতন হয়েছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর বাজারদর।
আজ প্রতি ১০ গ্রাম সোনার দর প্রায় ১০০ টাকা পতন হয়েছে। হ্যাঁ, বর্তমানে ২৪ ক্যারেট সোনা ৯৫,৬০০/- এর ঘরে ট্রেড হচ্ছে। এদিকে ২২ ক্যারেট সোনার দাম কিছুটা কম হলেও তা এখনো রেকর্ড উচ্চতায় রয়েছে।
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৬৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৬৬০/- টাকায়। এদিকে রাজধানীতে সোনার দাম আরও চড়া। দিল্লি, লখনৌ, গাজিয়াবাদ, নয়ডা ইত্যাদি শহরে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৮৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৮১০/- টাকায়।
শুধু হলুদ ধাতু নয়, সাদা ধাতুর দরেও আজ কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে। হ্যাঁ, গতকালের তুলনায় ১০০ টাকা পতন হয়েছে রুপোর দর। আজ রুপোর দাম দাঁড়িয়েছে ৯৯,৯০০/- টাকা প্রতি কেজি।
গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের টানাপোড়েন এবং নতুন শুল্ক নীতির কারণে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। ভারতে সোনার দাম আন্তর্জাতিক বাজারের উপর সরাসরি নির্ভর করে। আর তার সঙ্গে যোগ হয় আমদানি শুল্ক, জিএসটি ইত্যাদি বিষয়। এই সমস্ত কারণেই প্রতিদিন সোনার দামে তারতম্য লক্ষ্য করা যায়।
ভারতের বাজারে সোনার দর মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার রেটের উপর। দ্বিতীয়ত, ভারতের আমদানি শুল্ক এবং করের উপর। তৃতীয়ত, রুপির মান ও ডলারের দুর্বলতার উপর। এছাড়া বিয়ের মরসুম ও উৎসবের লগ্নে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন এমনিতেই দাম বৃদ্ধি পায়।
যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের দিনটা কিছুটা লাভজনক হতে পারে। তবে কিছুটা দর কমলেও ভবিষ্যতে যে আবারও দর বৃদ্ধি পাবে না, তা কিন্তু বলা যায় না। মনে রাখবেন, সোনার বাজার প্রতিদিনই পরিবর্তন হয়। তাই সঠিক সময়ে বিনিয়োগ করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে হাঁটুন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ইন্টারনেট সেন্সরশিপ, বিশ্বব্যাপী ভাবমূর্তি সহ…
এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য এসেছে এবার নতুন সাবসিডির (LPG Subsidy) ঘোষণা, যেখানে নির্দিষ্ট শর্ত মানলেই…
ভারতীয় রেলওয়ে ২০২৫ সালে শিশুদের টিকিট সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই নতুন নিয়ম অনুযায়ী,…
হরিয়ানভি নৃত্যশিল্পী গোরি নাগোরি আবারও ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছেন। সম্প্রতি তার একটি স্টেজ পারফরম্যান্স ভিডিও…
সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের ছুটি মানেই দেশজুড়ে যাত্রীদের ভিড় জমবে রেলস্টেশনগুলিতে। সাথে গুঁতোগুঁতি, ঠেলাঠেলি তো…
সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময়ে বাংলা রাজ্য রাজনীতিতে একটি বিষয় হট টপিক হয়ে উঠেছে। আর…
This website uses cookies.