Gold And Silver Price Today: অবশেষে স্বস্তি ফিরল মধ্যবিত্তদের, অনেকটাই কমল সোনা রুপোর দাম! দেখুন আজকের রেট | 23 March Gold, Silver Price
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর অবশেষে আজ কিছুটা স্বস্তি। সোনার বাজারে আজ বড়সড় পরিবর্তন দেখা গেছে। আজ ২৩শে মার্চ, রবিবার। হলুদ ধাতুর কিছুটা মূল্য পতন হয়েছে। ওদিকে রুপোর দামও প্রতি কেজিতে ২০০০/- টাকা কমেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। চলুন দেখে নেওয়া যাক দেশের প্রধান শহরগুলিতে আজ সোনা ও রুপোর (Gold and Silver Price Today) সর্বশেষ বাজার দর।
আজ ভারতের প্রধান শহর অর্থাৎ মুম্বাই, কলকাতা, চেন্নাই ইত্যাদি শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৩০০/- টাকায়, যেখানে গতকাল দাম ছিল হাজার ৮২,৬৯০/- টাকা। একইভাবে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৯,৭৮০/- টাকায়, যেখানে গতকাল দাম ছিল ৯০,২১০/- টাকা। রাজধানীতে সোনার মূল্য এই শহরগুলির তুলনায় কিছুটা বেশি। বাজার দর খতিয়ে দেখলে দেখা যাচ্ছে দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৪৫০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৯৮০/- টাকায়। ফলে আজকের বাজার দরের দিকে তাকালে বোঝাই যাচ্ছে মধ্যবিত্তদের পকেটে অনেকটাই স্বস্তি এসেছে।
এদিকে সোনার পাশাপাশি রুপো গ্রাহকদের জন্য দারুণ সুখবর। রুপোর দাম টানা বৃদ্ধির পর অবশেষে এর দাম পড়েছে। গত এক সপ্তাহে রুপো প্রতি কেজিতে ২০০০/- টাকা কমেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আজ রুপোর বর্তমান বাজার মূল্য ১,০১,০০০/- টাকা প্রতি কেজি। ফলে রুপো গ্রাহকদের মনে এখন খুশির হাওয়া বইছে।
বিশ্ববাজারে বর্তমানে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং বিনিয়োগকারীদের অতিরিক্ত মুনাফা তোলার কারণে হলুদ ধাতুর মূল্যে আজ সামান্য পতন দেখা গেলেও সামগ্রিকভাবে এর দাম চড়া হচ্ছে। প্রথমত, বিনিয়োগের জন্য সোনার উপর চাহিদা বাড়ছে। দ্বিতীয়ত, বৈশ্বিক বাজারে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক নিশ্চয়তা দিনের পর দিন বেড়ে চলেছে, যা সোনার বাজারে সরাসরি প্রভাব ফেলছে। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকগুলি সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণে সোনা কিনছে। ফলে বাজারের সোনার চাহিদা বাড়ায় এর মূল্য বৃদ্ধি পাচ্ছে।
যারা সোনায় বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি হতে পারে সেরা সময়। কারণ ভবিষ্যতে দাম আরো বাড়তে পারে। তবে রুপো কিনতে চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন। কারণ রুপোর দাম সবে পতন হওয়া শুরু হয়েছে। আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো আরো কিছুটা মূল্য পতন হতে পারে। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই বিনিয়োগ করবেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই সবার প্রথমে আসে ফিক্সড ডিপোজিট বা FD-এর নাম।…
ধনী হওয়া সহজ নয়, কিন্তু অবাস্তবও কোন কিছু নয়। আচার্য চাণক্যের (Chanakya) এই নীতি সত্যিই…
iQOO Z10 Turbo স্মার্টফোন বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও মিডিয়াটেক প্রসেসরের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাঁকুড়ার (Bankura) জঙ্গলে দেখা মিলল এক অদ্ভুত প্রাণীর। দেখতে একেবারে হরিণের অনুরূপ।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সরকারি ইন্টার্নশিপ ট্রেনিং-এর সুযোগ খুঁজছেন, যেখানে ট্রেনিং নিলে ভবিষ্যতে চাকরির…
একজন ভারতীয় নাগরিকের জীবনে ভোটার আইডির বিশেষ গুরুত্ব রয়েছে। নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডকে আধার…
This website uses cookies.