সৌভিক মুখার্জী, কলকাতা: একটানা পাঁচ দিন ধরে দরপতনের পর ফের সোনার বাজারে সবুজ সংকেত। বুধবারের মতো আজ বৃহস্পতিবারও ঊর্ধ্বগতি সোনার বাজার (Gold Market)। যদিও দাম খুব একটা বেশি বাড়েনি। তবে বিনিয়োগকারীদের মুখে কিছুটা হলেও এবার হাসি ফিরেছে। আজ বৃহস্পতিবার, ১০ই এপ্রিল। ভারতের বাজারে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে মাত্র ১০ টাকা। এদিকে রুপোর দাম পড়েছে ১০০ টাকা। দেশের বিভিন্ন শহরে আজ ৯০ হাজার টাকার উপরে চলছে সোনার দর। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের প্রধান প্রধান শহরে সর্বশেষ সোনার দর এবং দাম ওঠানামার পিছনে কারণ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আজ সোনার বাজার দর | Gold Price Today |
আজ দেশের বাজারে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দরে বিভিন্ন শহরে তারতম লক্ষ্য করা যাচ্ছে। ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮২,৯১০/- টাকা প্রতি ১০ গ্রাম এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯০,৪৫০/- টাকা প্রতি ১০ গ্রাম। এদিকে দিল্লি, লখনৌ, গাজিয়াবাদ ইত্যাদি শহরে সোনার দাম একটু চড়া। এই শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,০৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯০,৬০০/- টাকা প্রতি ১০ গ্রাম।
আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
এদিকে রুপোর বাজারে আজ অনেকটাই পতন লক্ষ্য করা গিয়েছে। আজ প্রতি কেজিতে ১০০ টাকা দর পতন হয়েছে সাদা ধাতুর। যেখানে গতকাল দাম ছিল ৯৩,০০০/- টাকা প্রতি কেজি, সেখানে আজ দাম দাড়িয়ে আছে মাত্র ৯২,৯০০/- টাকা প্রতি কেজি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সোনার দাম কেন বাড়লো?
সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবং নতুন শুল্ক নীতির প্রভাবে বিশ্বজুড়ে সোনার বাজার অনেকটাই তলানিতে ঠেকেছে। তবে গত দুইদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও হু হু করে বেড়েছে। তাই সরাসরি এর প্রভাব পড়ছে ভারতের বাজারে। যদিও আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রাম সোনা ৩১৬৩ মার্কিন ডলার থেকে কমে ৩১০০ মার্কিন ডলার ছুঁয়েছে, তবুও ভারতের বাজারে চাহিদা কিছুটা ঊর্ধ্বগতিতে।
কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?
ভারতে সোনার দাম প্রতিনিয়তই পরিবর্তন হয়। আর এর পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার দামের সঙ্গে ভারতের বাজার সরাসরি নির্ভরশীল। এছাড়া ভারত সরকারের আমদানি শুল্ক সোনার দরের উপর প্রভাব ফেলে। পাশাপাশি রুপির বিনিময় হার এবং উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা সোনার দরকে ত্বরান্বিত করে।
এখন কি বিনিয়োগ করবেন?
যেহেতু সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করছে, তাই যারা সোনায় বিনিয়োগ করতে চান বা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকের বাজারে খুব একটা দাম না বাড়লেও পুনরায় যে সোনার বাজার মাথাচাড়া দিয়ে ঘুরে দাঁড়াবে না এমনটা নয়। বিশেষ করে যারা নিয়মিত ট্রেড করেন, কিংবা উৎসবের সময় সোনা কিনে থাকেন, তাদের জন্য এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।