Gold And Silver Price Today: টানা বাড়ছে সোনার দাম, ওদিকে রুপো দিচ্ছে সুখবর! আজকের রেট | Know Gold And Silver Rate Today
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজারের ঊর্ধ্বগতির ধারা ফের অব্যাহত। গত এক সপ্তাহ ধরে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Rate) প্রায় ১৩৭০/- টাকা বেড়েছে। পাশাপাশি ২২ ক্যারেট সোনার দাম ১৩০০/- টাকা বেড়েছে। আজ ৩০শে মার্চ, রবিবার। আজও সোনার দাম অনেকটাই চড়া হয়েছে। রাজধানীতে তো ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯১,৩৫০/- টাকা প্রতি ১০ গ্রাম। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। চলুন দেখে নেওয়া যাক, দেশের প্রধান প্রধান শহরগুলিতে সোনা ও রুপোর বর্তমান বাজার দর।
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন মুম্বাই, চেন্নাই, কলকাতায় ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,৬০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯১,২০০/- টাকা প্রতি ১০ গ্রাম। এদিকে দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯১,৩৫০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৩,৭৫০/- টাকায়। এদিকে জয়পুর, লখনও, চন্ডিগড়েও আজ রাজধানীর সমান দর চলছে। তবে যদি ভোপাল, আহমেদাবাদ শহরে সোনার দাম নিয়ে আলোচনা করি, তাহলে এই দুই শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৩,৬৫০/- টাকা প্রতি ১০ গ্রাম এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯১,২৫০/- টাকা প্রতি ১০ গ্রাম।
সোনার দামে ঊর্ধ্বগতি হলেও আজ রুপোর দাম গ্রাহকের কিছুটা স্বস্তি দিয়েছে। বিগত কয়েকদিন ধরে লাগাতার বাড়ছিল সাদা ধাতুর দাম। গত এক সপ্তাহে রুপোর দাম প্রায় ৪০০০/- টাকা বৃদ্ধি পেয়েছে। তবে আজ রুপোর দর কিছুটা কমে দাঁড়িয়েছে প্রতি কেজিতে ১,০৪,০০০/- টাকা। যেখানে গতকাল দাম ছিল ১,০৫,০০০./- টাকা। এদিকে ২৯শে মার্চ ইন্দোরের বুলিয়ন মার্কেটে রুপোর দাম ৩০০/- টাকা বেড়ে গিয়ে ১,০০,৮০০/- টাকা ছুঁয়েছে।
এক সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে ভারতে মোট ৪৮টি দেশ থেকে সোনা আমদানি হয়েছে। সূত্র বলছে, ভারত সোনা-রুপোর উপর আমদানি শুল্ক ধার্য করে মূলত দুটি বিষয়ের ভিত্তিতে। প্রথমত, মেজর ফেভারড নেশন (MFN) এবং দ্বিতীয়ত, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (FTA)। MFN-এর হারের ক্ষেত্রে আমদানি শুল্ক ৬ শতাংশ হয় এবং অপরিশোধিত সোনার ক্ষেত্রে এটি ৫.৩৫ শতাংশ হয়।
সম্প্রতি সোনার দামের এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের মূল্য এবং আন্তর্জাতিক বাজারের ওঠানামার কারণে আগামী দিনে সোনার দর আরো ঊর্ধ্বগতিতে ঠেকতে পারে। তাই যারা সোনায় বিনিয়োগ করতে চান, তারা বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিন।
প্রীতি পোদ্দার, শ্রীনগর: এখনও আতঙ্কের মেঘ কাটেনি ভূস্বর্গের মাটিতে। গত বৃহস্পতিবার থেকে জম্মু ও কাশ্মীরের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: জামশেদপুর এফসির বিরুদ্ধে প্লে অফের আগেই বিরাট ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়েন্ট…
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন যেন অস্বস্তি বেড়েই চলেছে। কমতেই চাইছে না চৈত্রের গরম…
১ এপ্রিল থেকে ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম (UPI New Rules) লাগু হয়েছে। এই নয়া…
প্রীতি পোদ্দার, কলকাতা: আজ থেকে শুরু হল এপ্রিলের যাত্রা। আগের মাসে হোলি এবং ইদের আনন্দে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) বাগে পেয়ে মরসুমের প্রথম জয়…
This website uses cookies.