সৌভিক মুখার্জী, কলকাতা: কয়েকদিন টানা দর পতনের পর আজ আবারও বাড়লো হলুদ ধাতুর মূল্য (Gold Price)। আজ 27শে মার্চ, বৃহস্পতিবার। 24 ক্যারেট সোনা আজ 89,400/- টাকায় পৌঁছে গিয়েছে। এদিকে 22 ক্যারেট সোনাও আজ 81,850/- টাকার গণ্ডি পার করেছে। একইসঙ্গে রুপোর দামও আজ ঊর্ধ্বগতি। চলুন দেখে নেওয়া যাক, আজ সোনা ও রুপোর আপডেটেড বাজার মূল্য।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আজ সোনার বাজার দর | Gold Price Today |
আজ সোনার বাজার মূল্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 81,960/- টাকা প্রতি 10 গ্রাম এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 89,410/- টাকা প্রতি 10 গ্রাম। এদিকে রাজধানীতে সোনার মূল্য এই শহরগুলির তুলনায় অনেকটাই চড়া। কারণ দিল্লিতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 82,110/- টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 89,560/- টাকা প্রতি 10 গ্রাম।
আজ রুপোর বাজার মূল্য | Silver Price Today |
এদিকে গতকালের তুলনায় আজ রুপোর দাম অনেকটাই বেড়েছে। আজ প্রতি কেজি সাদা ধাতুর দাম 1200/- টাকা বৃদ্ধি পেয়েছে। যেখানে গতকাল দাম ছিল 1,00,900/- টাকা প্রতি কেজি, সেখানে আজ রুপোর দাম দাঁড়িয়েছে 1,02,100/- টাকা প্রতি কেজি। ফলে রুপো গ্রাহকদের জন্য পকেটে অতিরিক্ত চাপ পড়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কেন বাড়ছে সোনার দাম?
টানা মূল্য পতনের পর সোনার দামের এই ঊর্ধ্বগতি মূলত আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, মুদ্রাস্ফীতি ও বিনিয়োগকারীদের চাহিদার জন্যই হচ্ছে। প্রথমত, বর্তমান বিশ্ববাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা সোনাকে আবারও নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিয়েছে। এছাড়া এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ETF) বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা সোনার দামকে আরো ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার উপর শুল্ক এবং কর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব সরাসরি সোনার দামের উপর পড়ছে।
ভারতে কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?
ভারতের সোনার দাম মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি বা পতন সরাসরি ভারতের বাজারে প্রভাব ফেলে। এছাড়া ডলার ও রুপির বিনিময়ের হারও সোনার দামে বড়সড় পরিবর্তন ঘটায়। পাশাপাশি উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা এমনিতেই আকাশছোঁয়া থাকে। তখন সোনার দাম তুলনামূলকভাবে বৃদ্ধি পায়।
সোনার বাজারের ভবিষ্যৎ
বিশেষজ্ঞরা মনে করছে, সামনের দিনগুলিতে বিশ্ববাজারে অস্থিরতার কারণে সোনার দাম আরও বাড়তে পারে। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তারা আগেভাগেই তাদের পরিকল্পনা সেরে নিন। তবে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে হাঁটুন।