Gold And Silver Price Today: টানা মূল্যপতনের পর ফের ঊর্ধ্বমুখী সোনার বাজার, রুপোর দামেও আগুন! দেখুন আজকের রেট | Gold Silver Rate
সৌভিক মুখার্জী, কলকাতা: কয়েকদিন টানা দর পতনের পর আজ আবারও বাড়লো হলুদ ধাতুর মূল্য (Gold Price)। আজ 27শে মার্চ, বৃহস্পতিবার। 24 ক্যারেট সোনা আজ 89,400/- টাকায় পৌঁছে গিয়েছে। এদিকে 22 ক্যারেট সোনাও আজ 81,850/- টাকার গণ্ডি পার করেছে। একইসঙ্গে রুপোর দামও আজ ঊর্ধ্বগতি। চলুন দেখে নেওয়া যাক, আজ সোনা ও রুপোর আপডেটেড বাজার মূল্য।
আজ সোনার বাজার মূল্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 81,960/- টাকা প্রতি 10 গ্রাম এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 89,410/- টাকা প্রতি 10 গ্রাম। এদিকে রাজধানীতে সোনার মূল্য এই শহরগুলির তুলনায় অনেকটাই চড়া। কারণ দিল্লিতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 82,110/- টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 89,560/- টাকা প্রতি 10 গ্রাম।
এদিকে গতকালের তুলনায় আজ রুপোর দাম অনেকটাই বেড়েছে। আজ প্রতি কেজি সাদা ধাতুর দাম 1200/- টাকা বৃদ্ধি পেয়েছে। যেখানে গতকাল দাম ছিল 1,00,900/- টাকা প্রতি কেজি, সেখানে আজ রুপোর দাম দাঁড়িয়েছে 1,02,100/- টাকা প্রতি কেজি। ফলে রুপো গ্রাহকদের জন্য পকেটে অতিরিক্ত চাপ পড়েছে।
টানা মূল্য পতনের পর সোনার দামের এই ঊর্ধ্বগতি মূলত আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, মুদ্রাস্ফীতি ও বিনিয়োগকারীদের চাহিদার জন্যই হচ্ছে। প্রথমত, বর্তমান বিশ্ববাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা সোনাকে আবারও নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিয়েছে। এছাড়া এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ETF) বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা সোনার দামকে আরো ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার উপর শুল্ক এবং কর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব সরাসরি সোনার দামের উপর পড়ছে।
ভারতের সোনার দাম মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি বা পতন সরাসরি ভারতের বাজারে প্রভাব ফেলে। এছাড়া ডলার ও রুপির বিনিময়ের হারও সোনার দামে বড়সড় পরিবর্তন ঘটায়। পাশাপাশি উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা এমনিতেই আকাশছোঁয়া থাকে। তখন সোনার দাম তুলনামূলকভাবে বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা মনে করছে, সামনের দিনগুলিতে বিশ্ববাজারে অস্থিরতার কারণে সোনার দাম আরও বাড়তে পারে। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তারা আগেভাগেই তাদের পরিকল্পনা সেরে নিন। তবে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে হাঁটুন।
রিয়েলমি ভারতে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে – এগুলি হল Realme 14T ও Realme…
Instagram Video বা বলা ভালো Instagram Reels এখন ব্যাপক জনপ্রিয়। লক্ষ লক্ষ ক্রিয়েটরের পাশাপাশি কোটি…
৩১ মার্চ ইদ উপলক্ষে বেশিরভাগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ব্যাঙ্ক খোলা থাকবে। পূর্বে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা সহজ। কিন্তু সঠিকভাবে সেটিকে বজায় রাখা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দায়িত্ব বাংলার ছেলে অভিজিৎ ভট্টাচার্যের কাঁধে। হ্যাঁ, IPL…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 18 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(IPL 2025) শুভারম্ভ করতে পারেনি আম্বানির দল মুম্বই…
This website uses cookies.