Gold And Silver Price Today: দাম নয় যেন দৌড়! সোনা-রুপো দুটোরই রেকর্ড, দেখুন আজকের রেট | APR 13 Gold, Silver Price
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে অস্থিরতা আর মার্কিন বাণিজ্য যুদ্ধের মাঝে আবারো সোনার দিকে পা বাড়াচ্ছে বিনিয়োগকারীরা। আর সেই কারণেই ভারতের সোনার বাজার (Gold Market) আবারও ঊর্ধ্বগতিতে ঠেকেছে। হ্যাঁ, রীতিমতো ছুঁয়ে ফেলেছে নয়া রেকর্ড। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫০০০/- টাকা। এদিকে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৬০০/- টাকা। পাশাপাশি রুপোর দরও সাধারণ মানুষের পকেটে বিরাট চাপ সৃষ্টি করছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের প্রধান প্রধান শহরে হলুদ ধাতুর বাজার মূল্য।
দেশের রাজধানী দিল্লির বুলিয়ন মার্কেটে আজ এক লাফে ৬২৫০/- টাকা বেড়েছে সোনার দাম। আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা পৌঁছেছে ৯৬,৪৫০/- টাকায়। পাশাপাশি ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৮৭,৮৫০/- টাকার গণ্ডি পার করেছে।
আজ দেশের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৭০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৬৭০/- টাকায়। এদিকে লখনউ, চন্ডিগড়ের মতো শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৮৫০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৮২০/- টাকায়।
শুধু হলুদ ধাতু নয়, বিগত এক সপ্তাহে সাদা ধাতুর দাম বেড়েছে ৬০০০/- টাকা প্রতি কেজি। এমনকি আজ ১ লক্ষের মাইলফলক স্পর্শ করে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আজ রুপোর দাম পৌছে গিয়েছে ১,০০,০০০/- টাকা প্রতি কেজিতে। শনিবার ইন্দোরে রুপোর দাম এক লাফে ১৫০০/- টাকা চড়া হয়েছে। আর সেখানে রুপোর গড় দাম দাঁড়িয়েছে ৯৬,২০০/- টাকা প্রতি কেজি।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাড়ছে থাকা বাণিজ্য যুদ্ধই সোনার দামের ঊর্ধ্বগতির মূল কারণ। সূত্র বলছে, আমেরিকা চীনের পণ্যের উপর ১৪৫% শুল্ক চাপিয়ে দিয়েছে। এদিকে চীনও থেমে থাকার পাত্র না। তারাও পাল্টা ১২৫% শুল্ক আরোপ করে দিয়েছে আমেরিকা উপর। আর এতে বিশ্বজুড়ে টানাপড়েন সৃষ্টি হওয়ায় বিনিয়োগকারীরা সোনার দিকে আবারো পা বাড়াচ্ছেন। কারণ, সোনাকে সবসময় নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে ধরা হয়। আর এই কারণেই ভারতের সোনার বাজার রেকর্ড স্পর্শ করছে।
যারা বিনিয়োগের জন্য নিরাপদ বিকল্প খোঁজে, তাদের জন্য সোনা বরাবরই প্রথম পছন্দ হয়ে। কিন্তু এক সপ্তাহে এত বড় উত্থান সাধারণ মানুষ এবং গয়না ব্যবসায়ীদের কপালে আবারো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বিশেষ করে যারা বিয়ে ও উৎসবের মরসুমে সোনা কেনার কথা ভাবছেন, তাদের উচিত বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া।
ভারতের অন্যতম বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি হিসেবে পরিচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) জালিয়াতি মামলায় অভিযুক্ত হীরা…
সহেলি মিত্র, কলকাতা: কোটি কোটি সরকারি কর্মীদের জন্য রইল জরুরি খবর। বিশেষ করে যারা অষ্টম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী মোহনবাগানের জোড়া সাফল্যের মাঝে ইস্টবেঙ্গলে (East Bengal) অশান্তির আমেজ। গোটা মরসুমে…
ওয়ানপ্লাস খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস OnePlus 13T। গত কয়েকমাস ধরে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক…
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর আজ আম্বেদকর জয়ন্তীর দিন সোনা রুপোর দামে (Gold and…
This website uses cookies.