সৌভিক মুখার্জী, কলকাতা: হঠাৎ করে মূল্যবৃদ্ধির পর ফের সুখবর শোনালো হলুদ ধাতু (Gold Price)। আজ 28 এপ্রিল, সোমবার। গতকালের তুলনায় আজ আবারও পতন হয়েছে হলুদ ধাতুর বাজার মূল্য। আজ 22 ক্যারেট সোনা 90 হাজার টাকার আশেপাশে এবং 24 ক্যারেট সোনা 98,200 টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
গতকালের তুলনায় অনেকটাই কমেছে আজ সোনার দাম। ফলে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারীদের মুখে আবারও হাসি ফুটেছে। তো চলুন দেখে নেওয়া যাক, আজ শহরভিত্তিক সোনার বাজার দর।
আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,010 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,200 টাকায়। এদিকে রাজধানীতে সোনার দর আরও চড়া। আজ দিল্লি, লাখনৌ, গাজিয়াবাদ, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,160 টাকা এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,300 টাকায়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
এদিকে আজ রুপোও সুখবর শোনাচ্ছে। যেখানে গতকাল প্রতি কেজি রুপোর দাম ছিল 1,01,900 টাকা, সেখানে আছে 100 টাকা কমে 1,01,800 টাকা প্রতি কেজিতে দাঁড়িয়েছে। ফলে সাধা ধাতু গ্রাহকদের জন্য দারুন সুখবর।
কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?
ভারতের বাজারে সোনার দর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার হালচালের উপর ভারতের বাজার সরাসরি নির্ভরশীল। এছাড়া ভারত সরকারের শুল্কনীতি, কর ইত্যাদি বিষয় সোনার বাজারে প্রভাব ফেলে। পাশাপাশি ভারতীয় রুপির যদি মূল্য হ্রাস পায়, তাহলে সোনার দাম বৃদ্ধি পায়। শুধু তাই নয়, উৎসব ও বিয়ের মরসুম তো রয়েছেই। এই সময় সোনার চাহিদা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।
এখনই কি বিনিয়োগ করবেন?
দেখুন, সোনার বাজারে মোটামুটি অনিশ্চয়তা দেখা যাচ্ছে। কোনওদিন দাম কমছে, তো কোনওদিন আবার বাড়ছে। তাই যদি বিনিয়োগ করতে চান, অবশ্যই বাজার পরিস্থিতি দেখতে হবে। তবে যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে দাম কমার সুযোগকে কাজে লাগাতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন।