Gold And Silver Price Today: ফের পতন সোনার দামে, অক্ষয় তৃতীয়ার আগে সুখবর দিচ্ছে রুপোও, আজকের রেট | 28 APR Gold, Silver Price
সৌভিক মুখার্জী, কলকাতা: হঠাৎ করে মূল্যবৃদ্ধির পর ফের সুখবর শোনালো হলুদ ধাতু (Gold Price)। আজ 28 এপ্রিল, সোমবার। গতকালের তুলনায় আজ আবারও পতন হয়েছে হলুদ ধাতুর বাজার মূল্য। আজ 22 ক্যারেট সোনা 90 হাজার টাকার আশেপাশে এবং 24 ক্যারেট সোনা 98,200 টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে।
গতকালের তুলনায় অনেকটাই কমেছে আজ সোনার দাম। ফলে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারীদের মুখে আবারও হাসি ফুটেছে। তো চলুন দেখে নেওয়া যাক, আজ শহরভিত্তিক সোনার বাজার দর।
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,010 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,200 টাকায়। এদিকে রাজধানীতে সোনার দর আরও চড়া। আজ দিল্লি, লাখনৌ, গাজিয়াবাদ, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,160 টাকা এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,300 টাকায়।
এদিকে আজ রুপোও সুখবর শোনাচ্ছে। যেখানে গতকাল প্রতি কেজি রুপোর দাম ছিল 1,01,900 টাকা, সেখানে আছে 100 টাকা কমে 1,01,800 টাকা প্রতি কেজিতে দাঁড়িয়েছে। ফলে সাধা ধাতু গ্রাহকদের জন্য দারুন সুখবর।
ভারতের বাজারে সোনার দর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার হালচালের উপর ভারতের বাজার সরাসরি নির্ভরশীল। এছাড়া ভারত সরকারের শুল্কনীতি, কর ইত্যাদি বিষয় সোনার বাজারে প্রভাব ফেলে। পাশাপাশি ভারতীয় রুপির যদি মূল্য হ্রাস পায়, তাহলে সোনার দাম বৃদ্ধি পায়। শুধু তাই নয়, উৎসব ও বিয়ের মরসুম তো রয়েছেই। এই সময় সোনার চাহিদা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।
দেখুন, সোনার বাজারে মোটামুটি অনিশ্চয়তা দেখা যাচ্ছে। কোনওদিন দাম কমছে, তো কোনওদিন আবার বাড়ছে। তাই যদি বিনিয়োগ করতে চান, অবশ্যই বাজার পরিস্থিতি দেখতে হবে। তবে যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে দাম কমার সুযোগকে কাজে লাগাতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.