Gold And Silver Price Today: ফের রেকর্ড দাম বৃদ্ধি সোনার, রুপোর দরেও আগুন! দেখুন আজকের রেট | APR 11 Gold And Silver Price
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দামে (Gold Price) আজও দেখা গেল বড়সড় উত্থান। হ্যাঁ, মাত্র এক রাতের ব্যবধানেই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে গিয়েছে ২০০০/- টাকা। আর সেই সঙ্গে ১ লক্ষ টাকার মাইলফলক স্পর্শ করার কাছাকাছি ভারতের সোনার বাজার।
বর্তমানে সোনার দর রেকর্ড উচ্চতার খুব কাছাকাছি পৌঁছেছে। ২৪ ক্যারেট সোনা ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৯৩,৩০০/- টাকার বেশি। এদিকে ২২ ক্যারেট সোনার দর ৮৫,৬০০/- এর ঘরে। একই সঙ্গে রুপোর দর বেড়ে দাঁড়িয়েছে ৯৭,১০০/- টাকায়, যা গতকালের তুলনায় প্রায় ৪০০০/- টাকা বেশি। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর হালচাল।
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৫,৬১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯৩,৩৯০/- টাকায়। এদিকে রাজধানীতে সোনার দর আরো বেশি। দিল্লি, লখনৌ এর মত শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৫,৭৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯৩,৫৪০/- টাকায়।
আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে রুপোর দরে সবুজ চিহ্ন দেখা গিয়েছে। গতকালের তুলনায় একধাক্কায় ৪০০০/- টাকার বৃদ্ধি পেয়েছে রুপোর দর। হ্যাঁ, আজ সাদা ধাতুর দাম দাঁড়িয়েছে ৯৭,১০০/- টাকা প্রতি কেজি। ফলে সাধারণ গ্রাহকদের কপালে আবারও চিন্তার ভাঁজ পড়েছে।
সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনার ফলে আবারও বাড়তে শুরু করেছে সোনার দর। কিছুদিন আগে আন্তর্জাতিক বাজারে সোনার দর অনেকটাই কমে গিয়েছিল, মূলত নতুন আমদানি শুল্কের কারণে। বর্তমান বিশ্ববাজারে সোনার দাম প্রতি গ্রাম ৩১৬৩ মার্কিন ডলার থেকে নেমে ৩১০০ মার্কিন ডলারে পৌঁছেছে। আর এই পরিবর্তন ভারতের বাজারে পড়েছে।
ভারতের বাজারে সোনার দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারের দর, সরকার নির্ধারিত ট্যাক্স এবং আমদানি শুল্ক, এছাড়া রুপির বিনিময় মূল্যের উপরেও নির্ভর করে। সোনা শুধুমাত্র বিনিয়োগের মাধ্যম নয়, বরং বিবাহ ও উৎসবের মরসুমে এর চাহিদা আকাশছোঁয়া থাকে। আর সেই কারণেই দর ঊর্ধ্বগতি হচ্ছে।
যারা সোনায় বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই মুহূর্তে কিছুটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ একদিকে সোনার দর বাড়ছে, আবার একদিকে বাজারে অচলাবস্থা তৈরি হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.