Gold And Silver Price Today: বছরের দ্বিতীয় দিনে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাল সোনা, রুপোর দাম! আজকের রেট | APR 16 Todays Gold And Silver Price
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজারের টানা চমক। হ্যাঁ, এই সপ্তাহে টানা তিন দিন ধরে কমেছে হলুদ ধাতুর দর (Gold Rate Today)। আজ বুধবার, ১৬ই এপ্রিল। আবারও সোনার দাম পড়েছে একধাক্কায় ৩০০ টাকা। ফলে বিনিয়োগকারীদের মুখে আবারো হাসি ফুটেছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর দরের হালচাল, পাশাপাশি দর পতনের কারণ এবং আগামী দিনে কেমন দর থাকতে পারে তার আগাম পূর্বাভাস।
আজ ১৬ই এপ্রিল। দেশের বেশিরভাগ শহরেই আজ ২৪ ক্যারেট সোনা ৯৫,২০০/- টাকার আশেপাশে ঘুরছে। অন্যদিকে ২২ ক্যারেট সোনা মিলছে ৮৭,৩৪০/- টাকার আশেপাশে। গতকালের তুলনায় আজ প্রায় ৩০০/- টাকা মূল্য পতন হয়েছে হলুদ ধাতুর।
এদিকে দিনের পর দিন রুপোর বাজারও সুখবর শোনাচ্ছে। আজও গতকালের মতো ১০০/- টাকা মূল্য পতন হয়েছে সাদা ধাতুর। আজ নয়া দর দাঁড়িয়েছে ৯৯,৭০০/- টাকা প্রতি কেজি।
আজ দেশের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৩৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,১৭০/- টাকায়। এদিকে উত্তর ভারতের শহরগুলিতে আজ সোনার দর সামান্য চড়া। দিল্লি, লখনউ, গাজিয়াবাদ, নয়ডার মধ্যে শহরগুলিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৩৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৩২০/- টাকায়।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, সাম্প্রতিক সময়ে চলা আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্যিক চাপ এবং শুল্কনীতির প্রভাব আন্তর্জাতিক সোনার বাজারে পড়ছে। আর সেই প্রভাব ভারতের বাজারে আঘাত হানছে। বর্তমানে সোনা একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ট্রেড করছে। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যদি বর্তমান পরিস্থিতি বজায় থাকে, তাহলে আগামী ৬ মাসে নাকি ৭৫,০০০/- টাকার নীচে নামতে পারে সোনার দর। তবে বিপরীত দিকে পরিস্থিতি গড়ালে সোনার দর ১,৩৮,০০০/- টাকার কাছাকাছিও পৌঁছাতে পারে।
ভারতের সোনার দর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন আন্তর্জাতিক বাজারের দর, ভারত সরকারের করনীতি, জিএসটি, ডলারের তুলনায় রুপির মান এবং উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা।
যেহেতু দিনের পর দিন আবারো সোনা তলানিতে ঠেকছে, তাই যারা স্বল্পমেয়াদে লাভের চিন্তা করছেন, তাদের জন্য কিছুটা অপেক্ষা করাই সবথেকে বুদ্ধিমানার কাজ হবে। তবে যদি আপনি বিয়ে বা উৎসবের মরসুমের জন্য সোনা কেনার কথা পরিকল্পনা করেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা সময়।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
This website uses cookies.