লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gold And Silver Price Today: মধ্যবিত্তদের ফের বড় ঝটকা, আবারও বাড়ল সোনার দাম! নতুন রেটে আগুন | Gold And Silver New Rate

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ হোলির দিন ভারতের সোনার বাজারে আবারও বড়সড় পরিবর্তন দেখা গেল। ১৫ই মার্চের বাজারে দেশের বিভিন্ন শহরে হলুদ ধাতুর দাম আজ বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা থেকে শুরু করে গয়নার ব্যবসায়ী, সকলেই এখন সোনার দামের (Gold Price) ওঠানামার উপর নজর লাগছে। চলুন দেখে নেওয়া যাক আজ সর্বশেষ সোনা এবং রুপোর বাজার দর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ভারতে আজ সোনার দাম | Gold Price Today |

ভারতে ২৪ ক্যারেট সোনা আজ প্রতি ১০ গ্রাম ৮৯,৭৯০/- টাকায় পৌঁছেছে, যেখানে গতকাল দাম ছিল ৮৯,৭৮০/- টাকা। একইভাবে ২২ ক্যারেট সোনা আজ প্রতি ১০ গ্রাম ৮২,৩১০/- টাকায় পৌঁছেছে, যেখানে গতকাল দাম ছিল ৮২,৩০০/- টাকা। তবে শহরভেদে বেশ কিছু তারতম লক্ষ্য করা যাচ্ছে। যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরুর মত শহরে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৩১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৭৯০/- টাকায়। তবে দিল্লি, লখনৌ, নয়ডা ইত্যাদি শহরে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৪৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৪০০/- টাকায়।

READ MORE:  Ice Cream Parlour Business: গরমে হু হু করে বাড়বে চাহিদা, এই ব্যবসা শুরু করলেই প্রতিমাসে পকেটে আসবে ৫০,০০০ | All you need to know about Ice Cream Parlour Business

কেন বাড়ছে সোনার দাম?

অনেকেই হয়তো ভেবে থাকে, সোনার দাম শুধুমাত্র চাহিদা এবং জোগানের উপর নির্ভর করে। কিন্তু বাস্তবে এমনটা নয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর সোনার দাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এছাড়া মুদ্রার বিনিময়ের হার সোনার দামের উপর সরাসরি প্রভাব ফেলে। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন সোনা কেনে বা বিক্রি করে, তখন সোনার দামের উপর প্রভাব পড়ে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

ভারতের বাজারে আজ রুপোর দাম নিয়ে যদি কথা বলি, তাহলে গতকালের তুলনায় তেমন কোন পরিবর্তন হয়নি। অর্থাৎ, আজ প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ১,০৩,০০০/- টাকায়, যেখানে প্রতি গ্রামের হিসাব করলে দাঁড়ায় ১০৩/- টাকা। 

READ MORE:  নিজেকে পরিবর্তন করার মতো পজেটিভ উপায়

কীভাবে সোনা যাচাই করবেন?

সোনা কেনার সময় সোনার বিশুদ্ধতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, খাঁটি ২২ ক্যারেট সোনার গাঁয়ে ‘৯১৬’ নাম্বারের একটি হলমার্ক থাকে। এটি পরীক্ষা করুন। গয়নার গায়ে BIS লেখা একটি ত্রিভুজ চিহ্ন থাকলে বুঝবেন সোনাটি সরকার অনুমোদিত বিশুদ্ধ সোনা। এছাড়া আসল সোনা সব সময় তার উজ্জ্বল হলুদ রঙ ধরে রাখে। কালো বা অন্য রঙে বদলায় না। সোনা কেনার সময় এগুলি অবশ্যই মাথায় রাখতে হবে।

READ MORE:  মুসলিম দেশের মন্দির খননে মিলল ২৬০০ বছরের পুরনো গুপ্তধন, সঙ্গে দেবতার মূর্তিও

সোনার বাজারের সাম্প্রতিক এই দাম বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য যেমন নতুন কৌশল ঠিক করার সময়, তেমনই সাধারণ ক্রেতাদেরও সতর্ক থাকা জরুরী। ভবিষ্যতে আরও দাম বাড়বে কি কমবে, তা আন্তর্জাতিক বাজারের গতিবিধির উপর নির্ভর করবে। তাই যারা সোনা কেনার কথা ভাবছেন, তাদের বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়াই ভালো।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.