Gold And Silver Price Today: মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে নয়া চমক, রুপো দিচ্ছে স্বস্তি! রইল আজকের রেট | Today Gold And Silver Price
সৌভিক মুখার্জী, কলকাতা: হোলির পর টানা দ্বিতীয় দিন কমলো হলুদ ধাতুর দাম (Gold Price)। আজ ১৮ই মার্চ, ২০২৫ মঙ্গলবার, দেশের বাজারে ফের সোনার দামে ঝটকা। গত কয়েকদিন ধরে সোনার মূল্য রেকর্ড ছোঁয়ার পর টানা দুইদিন দাম কমেছে। আজ দেশের বড় শহরগুলিতে ২৪ ক্যারেট সোনা ৮৯,৫৫০/- টাকায় বিক্রি হচ্ছে এবং ২২ ক্যারেট সোনা ৮২,০৯০/- টাকায় পৌঁছেছে। এদিকের রুপোর বাজারও সুখবর দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, ভারতের প্রধান প্রধান শহরগুলিতে আজ সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য।
আজ ভারতের প্রধান প্রধান শহর অর্থাৎ কলকাতা, মুম্বাই, চেন্নাইতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,০৯০/- টাকায়। একইভাবে আজা ২৪ ক্যারেট সোনার দর ৮৯,৫৫০/- টাকা। তবে রাজধানীতে সোনার মূল্য একটু বেশি। দিল্লীতে ২২ ক্যারেট সোনা বিক্রি করছে প্রতি ১০ গ্রাম ৮২,২৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৯,৭০০/- টাকায়। গতকালের দর হিসেবে বিবেচনা করলে দেখা যাচ্ছে প্রায় ১০০ টাকা মূল্য পতন হয়েছে হলুদ ধাতুর।
এদিকে আজ রুপোর দরও সুখবর শোনাচ্ছে। কারণ রুপোর দাম প্রতি কেজিতে ১০০ টাকা কমেছে, যা দাঁড়িয়েছে ১,০২,৮০০/- টাকা প্রতি কেজি।
সাম্প্রতিক সময়ে সোনার দাম এক রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল। কিন্তু গ্লোবাল মার্কেটে ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন অর্থনীতির নতুন পরিসংখ্যার জন্যই সোনার দাম আবার নামতে শুরু করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এবং প্রোডিউসার প্রাইস ইনডেক্স (PPI) ভালো ফলাফল দেখিয়েছে। এর ফলে সোনার বাজারে চাহিদা কিছুটা কমেছে। এখানেই শেষ নয়। উৎসব এবং বিয়ের মরসুমে সোনার দাম বাড়ে। যেহেতু বিয়ের মরসুমের লগ্ন শেষ, তাই কিছুটা মূল্য পতন হচ্ছে হলুদ ধাতুর।
ভারতের সোনার দাম বিভিন্ন কারণে পরিবর্তন হয়। যেমন আন্তর্জাতিক বাজারের মূল্যের ওঠানামা, সরকারি কর ও আমদানি শুল্ক, রূপির মূল্য ওঠানামা, বিয়ে বা উৎসবের মরসুমে চাহিদা বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলি সরাসরি সোনার মূল্যে প্রভাব ফেলে।
বেশ কিছু সূত্র বলছে, স্বল্পমেয়াদে সোনার দর কিছুটা কমতে পারে। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এটি লাভজনক হতে পারে। সোনার দর দুইদিন কমলেও ভবিষ্যতে এটি কোন দিকে গড়াবে তা নির্ভর করবে আন্তর্জাতিক অর্থনীতির গতিবিধির উপর। তাই যদি আপনি সোনায় বিনিয়োগ করতে চান, তাহলে বাজারের গতিবিধি পর্যালোচনা করেই বিনিয়োগ করুন।
শাওমি নিঃশব্দে Redmi A5 4G ফোন লঞ্চ করল। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন এটিকে বাজেট সেগমেন্টে…
ভারতের বৈদ্যুতিক দুই চাকার বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাজাজ অটো। এবার আরও সাশ্রয়ী মূল্যের একটি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন নানান অজুহাতের দ্বারস্থ হয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেন অনেকেই। তবে সেই…
প্রযুক্তির সিঁড়ি বেয়ে কে কত আগে যেতে পারে তার দৌড় শুরু হয়েছে স্মার্টফোনের বাজারে। Apple…
প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। পাবলিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি উচ্চ বেতনের একটি সরকারি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য…
This website uses cookies.