সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দামে (Gold Price) আবারও বড়সড় ধ্বস। বিদেশে চলমান আর্থিক টানাপোড়েন সরাসরি প্রভাব ফেলছে দেশের সোনার বাজারে। গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে দুর্বল ট্রেন্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির কারণে বিনিয়োগকারীদের হলুদ ধাতুর প্রতি আকর্ষণ অনেকটাই কমে গিয়েছে। আর এর প্রভাবে দেশের সোনার বাজার দিনের পর দিন তলানিতে ঠেকছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের প্রধান প্রধান শহরে সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কতটা কমলো সোনার দাম?
আজ দেশের বাজারে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৫৪০/- টাকা কমে দাঁড়িয়েছে মাত্র ৯০,৮১০/- টাকা। এদিকে ২২ ক্যারেট সোনাও প্রতি ১০ গ্রামে ৫০০/- টাকা কমিয়ে দাড়িয়েছে ৮৩,২৫০/- টাকায়। বিশেষজ্ঞরা মনে করছে, বিশ্ববাজারে ‘সেফ হেভেন অ্যাসেট’ নামে পরিচিত সোনার চাহিদা সাময়িকভাবে কমে যাওয়াই এই দরপতন।
দেশের বড় বড় শহরে সোনার দর | Gold Price Today |
আজ দেশের প্রধান প্রধান শহর যেমন চেন্নাই, কলকাতা, মুম্বাইতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,১০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,৬৬০/- টাকায়। এদিকে রাজধানীতে সোনার দর আরো চড়া। দিল্লি, জয়পুর, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,২৫০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,৮১০/- টাকায়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
রুপার দামে বড়সড় ধাক্কা | Silver Price Today |
হলুদ ধাতুর পাশাপাশি সাদা ধাতুর দামেও তীব্র পতন দেখা যাচ্ছে। গত সপ্তাহে প্রায় ১০,০০০/- টাকা দর পতন হয়েছে রুপোর। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। বর্তমানে এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে মাত্র ৯৪,০০০/- টাকা। বিশেষ করে ইন্দোরে শনিবার রুপোর দাম এক লাফে ৪৫০০/- টাকা কমে গিয়ে দাঁড়ায় ৯০,৫০০/- টাকা প্রতি কেজি। যেখানে ১,০৫,০০০/- টাকা প্রতি কেজিতে ছুঁয়ে ফেলেছিল সাদা ধাতু, সেখানে এই দরপতন সাধারণ মানুষের পকেটে অনেকটাই স্বস্তি দিয়েছে। বিশ্লেষকরা মনে করছে, বিশ্ববাজারে মার্কিন ডলারের দাপট, মুদ্রাস্ফীতির পূর্বাভাস অনুযায়ী মূল্যবান ধাতুগুলির চাহিদা হ্রাস পাচ্ছে।
কেন দরপতন হল সোনা রুপোর?
সোনা রুপোর এই হঠাৎ মূল্যপতনের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত আন্তর্জাতিক বাজারে সম্প্রতি কিছুটা মন্দা দেখা দিয়েছে। যার প্রভাব ভারতের সোনা রুপোর বাজারে পড়েছে। এছাড়া মার্কিন ডলের মূল্য হঠাৎ করে বেড়ে গিয়েছে, যা বিনিয়োগকারীদের আকর্ষণ কমিয়ে দিয়েছে। ফলে দরপতন হয়েছে হলুদ ধাতুর। এর পাশাপাশি বিনিয়োগকারীরা সম্প্রতি তাদের মুনাফা তুলে নিচ্ছে। ফলে সোনার দামে বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে।
বিনিয়োগকারীদের জন্য পরামর্শ
যারা সোনা-রুপোয় বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে। দাম যখন পড়ে যায়, তখনই দীর্ঘমেয়াদি বিনিয়োগের মুনাফা এনে দেয়। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, পরবর্তী উৎসব বা বিয়ের মরসুমে সোনা রুপোর চাহিদা আবারও বাড়তে পারে। আর এই সময় তবে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে হাঁটবেন।