লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gold And Silver Price Today: সপ্তাহের প্রথম দিনেই স্বস্তি, ফের পতন সোনা ও রুপোর দামে! দেখুন আজকের রেট | 24 March Gold, Silver Price

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ সোমবার, ২৪শে মার্চ। সোনার বাজারে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। সপ্তাহের প্রথম দিনেই সোনার দাম (Gold Price) কমে গিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আবারো আশার আলো সঞ্চার করেছে। হ্যাঁ, এই নিয়ে টানা ৩ দিন দাম কমলো। গত শুক্রবারের তুলনায় প্রতি ১০ গ্রাম সোনার দাম ৯০০/- টাকা পর্যন্ত কমেছে। একইসঙ্গে রুপোর দামেও বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক, আজ ভারতের প্রধান প্রধান শহরগুলিতে সোনা ও রুপোর বর্তমান বাজার দর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আজ সোনার বাজার দর | Gold Price Today |

আজ দেশের বড় বড় শহরগুলিতে যদি সোনার দাম খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মত শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,২৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৯,৭৭০/- টাকা প্রতি ১০ গ্রাম। এই শহরগুলি তুলনায় রাজধানীতে হলুদ ধাতুর মূল্য একটু চড়া। দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৪৪০/- এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৯৭০/- টাকায়। যেখানে গত ৩ দিন আগে সোনার দর ৯০ হাজারের গণ্ডি পার করেছিল, সেখানে এই মূল্য পতন সাধারণ ক্রেতা এবং বিনিয়োগকারীদের মধ্যে আবারও স্বস্তি দিয়েছে। 

READ MORE:  8th Pay Commission: কনস্টেবলদের একলাফে বেতন বাড়বে ৪০ হাজার? DA বৃদ্ধির আগে বড় আপডেট | Constable Salary Hike

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

এদিকে রুপোর দামও ক্রেতাদের পকেটে চাপ কমিয়েছে। আজ ১ কেজি রুপোর দাম ১,০০,৯০০/- টাকা, যা গত শুক্রবারের তুলনায় ৪০০০/- টাকা কমেছে। শুক্রবারে রুপোর দাম ছিল ১,০৫,১০০/- টাকা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সোনার দাম কেন কমছে?

সোনার দামের এই টানা পতনের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বিশ্ব বাজারে সোনার চাহিদা কমে গিয়েছে। তাই ভারতের বাজারে প্রভাব পড়ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান সোনার দামের উপর আবারো চাপ সৃষ্টি করছে। তৃতীয়ত, বড় বিনিয়োগকারীরা সম্প্রতি তাদের লাভ তুলে নিচ্ছেন। ফলে সোনার দাম কমছে। এছাড়া মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের সাম্প্রতিক সুদের হার বাড়ানোর এক বিবৃতির মাধ্যমে সোনার বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। 

READ MORE:  Rule Changes from 1st Feb: মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি! ১লা ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে ৫ নিয়ম | LPG Price to Minimum Balance in Bank 5 Rules changing from 1st February

ভারতের সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?

ভারতের সোনার দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দরের উপর সরাসরি ভারতের বাজার নির্ভর করে। দ্বিতীয়ত, সরকারি শুল্ক এবং কর সোনার দামের প্রভাব ফেলে। এছাড়া ভারতীয় রুপির মূল্য ওঠানামাও সোনার দামে প্রভাব ফেলে। পাশাপাশি বিবাহ ও উৎসবের মরসুমে সোনার চাহিদা এমনিই আকাশছোঁয়া থাকে। তখন সোনার দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। 

READ MORE:  EPFO কর্মচারীদের জন্য দারুণ সুখবর, সরকারি স্কিমের মাধ্যমে ব্যাঙ্কে ঢুকবে মোটা টাকা

এখনই কি সোনা কেনার উপযুক্ত সময়?

যারা সোনায় বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ। কারণ সোনার দাম কমে যাওয়া মানে সস্তায় সোনা কেনার সুযোগ। তবে বাজারের গতিবিধি এবং পরিস্থিতি বুঝেই বিনিয়োগ করা উচিত। সোনার দাম ভবিষ্যতে আরও বাড়বে নাকি কমবে তা জানার জন্য নজর রাখতে হবে আন্তর্জাতিক বাজারের গতিবিধির উপর। তাই এখন বাজার পরিস্থিতি বুঝেই পা বাড়ান।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.