সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দামে (Gold Price) ফের বড়সড় পরিবর্তন। টানা চার দিন ধরে দাম কমছে হলুদ ধাতুর। আজ বুধবার, ২৬শে মার্চ। সোনার দর আবারো কমেছে। ২২ ক্যারেট সোনা আজ ৮১,৮০০/- টাকার আশেপাশে এবং ২৪ ক্যারেট সোনা ৮৯,২০০/- টাকার আশেপাশে ঘুরছে। পাশাপাশি রুপোর দাম আজ স্থিতিশীল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ ভারতের বাজারে সোনা ও রুপোর বর্তমান বাজার দর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আজ সোনার বাজার দর | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮১,৮৪০/- টাকা প্রতি ১০ গ্রাম এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৯,২০০/- টাকায়, যা গতকালের তুলনায় প্রায় ৪০০/- টাকা কম। এদিকে রাজধানীতে সোনার দাম একটু চড়া। আজ দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮১,৮৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৯,২৮০/- টাকায়। ফলে সোনা গ্রাহকদের জন্য অনেকটাই স্বস্তি ফিরেছে।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
এদিকে আজ বিগত ২ দিনের মতোই রুপোর দর স্থিতিশীল রয়েছে। আজ ভারতের বাজারে প্রতি ১ কেজি রুপোর দাম ১,০০,৯০০/- টাকা। ফলের রুপো গ্রহকদের জন্য অতিরিক্ত কোন চাপ পড়েনি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সোনার দর কমার কারণ কী?
সোনার দাম পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, বিশ্ববাজারে সোনার দর কমলে ভারতের বাজারে প্রভাব পড়ে। এছাড়া সাম্প্রতিক সময়ে ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ফলে সোনা কেনা ব্যয়বহুল হয়ে গিয়েছে। তাই চাহিদা কমছে। এছাড়া অনেক বিনিয়োগকারী সাম্প্রতিক সময়ে বেশি দামে সোনা বিক্রি করে লাভ তুলে নিচ্ছে, যা বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি করছে এবং দর কমিয়ে দিচ্ছে।
ভারতের সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?
ভারতে সোনার দাম নির্ভর করে মূলত কিছু বিষয়ের উপর। প্রথমত, বিদেশের বাজারে দাম বাড়লে ভারতের সোনার দাম বৃদ্ধি পায়। এছাড়া ভারতীয় রুপির মূল্য দুর্বল হলে সোনার দাম বাড়ে। শুধু এখানেই শেষ নয়। আমদানির উপর সরকারের কর নীতি সোনার মূল্যে সরাসরি প্রভাব ফেলে। এছাড়া ভারতীয় সংস্কৃতিতে সোনা কেনার প্রচলন বেশি। বিশেষ করে বিয়ে ও উৎসবের মরসুমে সোনার চাহিদা আকাশছোঁয়া থাকে। তখন সোনার মূল্য স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়।
সোনার বাজারের ভবিষ্যৎ
বেশ কিছু সূত্র বলছে, বিশ্ববাজারে ডলারের গতিবিধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের উপরেই সোনার দর নির্ভর করবে। তবে ভারতের বিনিয়োগকারীদের জন্য এটি একটি সেরা সুযোগ হতে পারে। কারণ দাম কমলে অনেক বিনিয়োগকারী সোনার প্রতি আকৃষ্ট হয়। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তারা বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিন। কারণ সাম্প্রতিক সময়ে কিছুটা দর কমলেও দীর্ঘমেয়াদে আবারও দাম বাড়তে পারে।