সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজার দিনের পর দিন লাফিয়ে বাড়ছে। নবরাত্রির চতুর্থ দিনে ২৪ ক্যারেট সোনা ৯৩,০০০/- ছুঁয়েছে। গতকালের তুলনায় আজ ১,০০০/- টাকা বেড়েছে হলুদ ধাতুর মূল্য (Gold Price)। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। ২২ ক্যারেট সোনাও আজ ৮৫,০০০/- এর গণ্ডি পার করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কেন এত ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সোনার বাজারে? রুপোর বাজারের হালনাগাদ কী রয়েছে? চলুন দেখে নেওয়া যাক আজ ভারতের বাজারে সোনা ও রুপোর অবস্থা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আজ সোনার বাজার দর | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৫,১১০/- টাকা প্রতি ১০ গ্রাম এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯২,৮৫০/- টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের তুলনায় প্রায় ১,০০০/- টাকা চড়া হয়েছে হলুদ ধাতুর দাম। এদিকে রাজধানীতে সোনার দাম আরও চড়া। আজ দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৫,২৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৩,০০০/- টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
এদিকে আজ রুপোর বাজারেও বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। গতকালের তুলনায় প্রায় ২,০০০/- টাকা বৃদ্ধি পেয়েছে সাদা ধাতুর মূল্যে। আজ ২রা এপ্রিল, ২০২৫। প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১,০৫,১০০/- টাকা। ফলের রুপোর গ্রাহকদের পকেটে আবারও বাড়তি চাপ পড়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কেন বাড়ছে সোনার দাম?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, বিভিন্ন আন্তর্জাতিক এবং অর্থনৈতিক কারণে সোনার দর প্রতিদিন রেকর্ড উচ্চতায় পৌঁছাচ্ছে। প্রথমত যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন এবং অর্থনৈতিক সংকটের মুখে মানুষ সোনাকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। তাই সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত মার্কিন ডলারের মূল্য পরিবর্তনের প্রভাব সোনার দরে সরাসরি প্রভাব ফেলছে। তৃতীয়ত বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে। ফলে বিনিয়োগকারীরা সোনার দিকে পা বাড়াচ্ছেন। এছাড়া সম্প্রতি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি বিপুল পরিমাণে সোনা কিনছে। যার ফলে বাজারে সোনার চাহিদা বাড়ছে এবং মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছাচ্ছে।
ভারতে কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?
ভারতের বাজারে সোনার দাম একাধিক কারণে পরিবর্তিত হয়। প্রথমত আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা করলে ভারতের বাজারে সরাসরি প্রভাব পড়ে। পাশাপাশি ভারতীয় রুপির বিনিময়ের হার সোনার উপর প্রভাব ফেলে। এছাড়া সরকারি কর ও শুল্ক তো রয়েছেই। শুধু তাই নয়, বিয়ে এবং উৎসবের লগ্নে সোনার চাহিদা আকাশছোঁয়া থাকে। তখন স্বাভাবিকভাবে সোনার দাম বৃদ্ধি পায়।
আগামী দিনে সোনার বাজারের সম্ভাবনা
বাজার বিশেষজ্ঞরা মনে করছে, বর্তমান পরিস্থিতি যদি এরকমই থাকে তাহলে সোনার দাম ভবিষ্যতে আরো বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে সোনার দর ১ লক্ষ টাকার ঘরেও পৌঁছাতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তাই যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই বাজারের গতিবিধির উপর নজর রেখেই সিদ্ধান্ত নিন।