Gold And Silver Price Today: সোনার দামে ফের ধস, এক ধাক্কায় অনেকটা কমল দাম! দেখুন আজকের রেট | Todays Gold And Silver Price
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য আবারও দারুণ সুখবর। গত এক সপ্তাহে সোনার দাম (Gold Price) হু হু করে কমছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ২৪ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় কমেছে ১১৫০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০৫০ টাকা। বিয়ের মরসুমেও যেন সোনার দাম একেবারে তলানিতে ঠেকেছে। চলুন দেখে নেওয়া যাক, দেশের প্রধান ১০টি শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার বর্তমান বাজার দর।
দেশের প্রধান প্রধান শহরগুলিতে আজ সোনার দামে কিছু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। দেশের বড় বড় শহরগুলিতে সোনার দামের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো-
১) কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদে আজ ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৮৬,৬২০/- টাকায় বিক্রি হচ্ছে এবং ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭৯,৪০০/- টাকায়।
২) রাজধানী দিল্লী, জয়পুর, লক্ষনৌ, চন্ডিগড়ের মতো বড় বড় শহরগুলিতে আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৬,৭৭০/- টাকায় এবং ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭৯,৫৫০/- টাকায়।
৩) এছাড়া ভোপাল ও আহমেদাবাদের মতো শহরগুলিতে আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮৬,৬৭০/- টাকা এবং ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৯,৪৫০/- টাকা।
শুধু সোনা নয়, রুপোর দামেও পতন ঘটেছে। হ্যাঁ, রুপোর দামও সাধারণ মানুষের পকেটে অনেকটাই সাশ্রয় এনে দিয়েছে। গত এক সপ্তাহে রুপোর দাম কমেছে ৩৫০০/- টাকা। আজ ২রা মার্চ, ২০২৫। আজ রুপোর বাজার দর ৯৭,০০০/- টাকা প্রতি কেজিতে পৌঁছেছে।
গতকাল, অর্থাৎ ১লা মার্চের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাব ইন্দোরের বুলিয়ান মার্কেটে রুপোর দাম ১৯০০ টাকা কমে ৯৫,২০০/- টাকা প্রতি কেজি হয়েছিল এবং ২৮ ফেব্রুয়ারি দিল্লির বুলিয়ান মার্কেটে ২১০০ টাকা পতন ঘটে ৯৬,৪০০/- টাকা হয়েছিল। এছাড়া এশিয়ান মার্কেটে Comex Silver Futures প্রতি আউন্স ৩১.৭২ মার্কিন ডলারে লেনদেন হচ্ছে, যা পূর্বের তুলনায় ১.২১% হ্রাস পেয়েছে।
রিপোর্ট বলছে, আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্যবৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর জন্যই সোনার দামের এই মূল্যপতন ঘটেছে। সাধারণত ডলার শক্তিশালী হওয়ায় সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে গেছে। এছাড়া ভারতের বাজারেও শেয়ার মার্কেটের উত্থান-পতন বিনিয়োগকারীদের সোনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি বিয়ের মরসুমের প্রায় শেষ লগ্ন। তাই সোনার চাহিদা কিছুটা কমেছে। ফলে বাজারে স্বাভাবিকভাবেই সোনার দামের মূল্য পতন দেখা যাচ্ছে।
তাই যারা সোনা কিনতে চান তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে। সূত্র বলছে, আগামী দিন সোনার দাম আরো বাড়তে পারে। কারণ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা থাকলে বিনিয়োগকারীরা আবারও সোনার দিকে ঝুঁকতে পারেন। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত।
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
This website uses cookies.