Gold And Silver Price Today: সোনা, রুপোর দামে কিছুটা স্বস্তি! দেখে নিন আজকের নয়া রেট | March 16 Gold And Silver Price

সৌভিক মুখার্জী, কলকাতাঃ রঙের মরসুম শেষ। তবে ভারতের সোনার বাজারে তেমন কোন পরিবর্তন আসেনি। তবে আজ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে হলুদ ধাতুর মূল্য (Gold Price)। কারণ তেমন মূল্যবৃদ্ধি আজ লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ ১৬ই মার্চ, রবিবার। দেশের বেশিরভাগ শহরে আজ সোনার দাম স্থিতিশীল রয়েছে। ফলে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতা, সবার জন্যই স্বস্তি। চলুন দেখে নেওয়া যাক আজ ভারতের প্রধান প্রধান শহরগুলিতে সর্বশেষ সোনা ও রুপোর বাজার দর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ভারতে আজ সোনার দাম | Gold Price Today |

কলকাতায় যদি আজ সোনার দাম নিয়ে আলোচনা করি, তাহলে আজ কলকাতায় সোনার মূল্য স্থির রয়েছে। অর্থাৎ, গতকালের তুলনায় তেমন কোন পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,২০০/- টাকায়, ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৬৭০/- টাকায় এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৬৭,২৬০/- টাকায়। 

READ MORE:  ৩০০ টাকা ভর্তুকি পেয়েছেন তো? এখন ঘরে বসেই চেক করুন LPG ভর্তুকির স্ট্যাটাস

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

আজ রুপোর দামের সেরকম কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। হোলির মরসুমে হঠাৎই রুপোর দাম লাগাম ছাড়া বেড়ে গিয়ে প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩ হাজার টাকায় পৌঁছেছিল। বর্তমানে স্থির রয়েছে রুপোর দাম। অর্থাৎ, সাদা ধাতু কিনতে গেলে প্রতি ১০ গ্রামে আপনাকে খরচ করতে হবে ১ লক্ষ ৩ হাজার টাকা। ১ গ্রামের হিসাব করলে দাড়ায় ১০৩/- টাকা। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সোনার দাম বৃদ্ধির কারণ কী?

সোনার দাম মূলত আন্তর্জাতিক বাজারের ওঠানামা, ডলারের মূল্য এবং মুদ্রার বিনিময়ের উপর নির্ভরশীল। সম্প্রতি মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তে বিনিয়োগকারীরা সোনার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। তাই বিশ্ববাজারে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ায় সোনার মূল্য তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন সোনা কেনে বা বিক্রি করে তখন লাগামছাড়া বৃদ্ধি পায় সোনার দাম। 

READ MORE:  মাত্র ১৫০০ টাকায় ব্যবসা শুরু করুন, ভারতীয় রেল নিয়ে আসলো সেরা সুযোগ

কীভাবে সোনা যাচাই করবেন?

সোনা কেনার আগে তার বিশুদ্ধতা যাচাই করা সব থেকে গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ ২২ ক্যারেট সোনার গায়ে ‘৯১৬’ নাম্বারের একটি হলমার্ক লেখা থাকে। সেটি যাচাই করে কিনবেন। এছাড়া গয়নার গায়ে BIS লেখা একটি ত্রিভুজ চিহ্ন থাকলে সেই সোনা কিনুন কারণ। এটি সরকার দ্বারা অনুমোদিত বিশুদ্ধ সোনা। এছাড়া বিশুদ্ধ সোনা সর্বদা উজ্জ্বল এবং হলুদ রং ধরে রাখে। তাই সোনা কেনার সময় অবশ্যই সতর্ক হন। 

READ MORE:  Gold And Silver Price Today: হোলির আগেই সোনার দামে বড় পতন, তবে ছেঁকা দেবে রুপা! দেখুন আজকের রেট | Gold And Silver Price 8th March

সোনার বাজারের সাম্প্রতিক এই দাম বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য চাপ সৃষ্টি করছে। তবে যারা গয়না হিসাবে সোনা কিনতে চান, তারা বাজারের দিকে তাকিয়ে কিছুদিন অপেক্ষা করতে পারেন। কারণ বিশেষজ্ঞদের মতে, আগামীদিনে হলুদ ধাতুর দাম কিছুটা হ্রাস পেতে পারে। তাই বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

Scroll to Top