Gold And Silver Price Today: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন আজকের নয়া রেট | APR 21 Gold, Silver Price
সৌভিক মুখার্জী, কলকাতা: ফের সোনার বাজারে (Gold Price) ঊর্ধ্বগতি। যেখানে গত দুইদিন আগে প্রায় ১ লক্ষ টাকার গণ্ডি ছুঁয়ে গিয়েছিল সোনার দর, সেখানে আজ অনেকটাই দর পতন হয়েছে। হ্যাঁ, আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল। পর পর দ্বিতীয় দিনের মত সস্তা হয়েছে হলুদ ধাতু। আজ ২২ ক্যারেট সোনার দর ৯০ হাজার টাকায় নেমে এসেছে এবং ২৪ ক্যারেট সোনা ৯৮,২০০/- টাকার আশেপাশে ঘুরছে। গতকালের তুলনায় আজ সামান্য হলেও মূল্য পতন হয়েছে সোনার।
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,২০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯৮,২৪০/- টাকায়। এদিকে দিল্লি, লখনৌ, গাজিয়াবাদ, নয়ডা, জয়পুর ইত্যাদি শহরের সোনার দর আরো চড়া। কারণ এই শহরগুলিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯৮,৩৪০/- টাকা প্রতি ১০ গ্রাম।
এদিকে রুপোর ক্ষেত্রেও পতন দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার, রুপোর দর কমে দাঁড়িয়েছে ১,০০,৯০০ টাকা প্রতি কেজি, যা গতকালের তুলনায় ২০০ টাকা কম।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, সোনার দামের এই ওঠানামার পেছনে আন্তর্জাতিক বাজারে চীনের সঙ্গে আমেরিকায় বাণিজ্য যুদ্ধ এবং কর সংক্রান্ত কিছু টানাপোড়েন কাজ করছে। আর পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ছয় মাসে সোনার দর প্রতি ১০ গ্রামে ৭৫,০০০/- টাকায় নেমে আসতে পারে। তবে যদি সংঘাত বাড়ে, তাহলে সোনা ১,৩৮,০০০/- টাকার গণ্ডিও পার করতে পারে।
ভারতে সোনার দর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দাম উপর ভারতের বাজারে প্রভাব ফেলে। এছাড়া কেন্দ্র সরকারের ট্যাক্স এবং আমদানির উপর শুল্কনীতি অনুযায়ী নির্ধারিত হয় সোনার দর। শুধু তাই নয়, ভারতীয় রুপির মূল্যের ওঠানামা ওপরেও সোনার দর প্রভাব পড়ে। এছাড়া উৎসব এবং বিয়ের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই সোনার দর বৃদ্ধি পায়।
সোনার দর লাখ টাকা ছুঁয়ে নেমে আসা বিনিয়োগকারীদের মধ্যে আবারও সবুজ সংকেত দেখাচ্ছে। তাই যদি বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখনই বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে। এমনকি সাধারণ মানুষ, যারা বিশেষ করে বিয়ে বা উৎসবের মরসুমে যারা সোনা কেনার কথা ভাবছেন, তাদের জন্যও হতে পারে এটি সোনালী সুযোগ। তবে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করুন।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.