সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজারে ফের রেকর্ড। হোলির পর যেন প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে হলুদ ধাতুর দর (Gold Price)। আজ ২০ই মার্চ বৃহস্পতিবার, ২৪ ক্যারেট সোনার দর ছুঁয়েছে ৯০,৬০০/- টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের তুলনায় আজও ১০০/- টাকা বেড়েছে। অন্যদিকে ২২ ক্যারেট সোনাও আজ ৮২,৯০০/- টাকা ছাড়িয়েছে। অন্যদিকে রুপোর দরও পকেটে চাপ ফেলছে। কেন বাড়ছে হঠাৎ সোনা-রুপোর দাম? কোন কোন শহরে কত দাম চলছে? এখনই কি সোনা কেনার সঠিক সময়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আজ সোনার বাজার দর | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহরগুলিতে যদি আমরা সোনার দর খতিয়ে দেখি, তাহলে দেখতে পাব কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মত বড় বড় শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮২,৯১০/- টাকা প্রতি ১০ গ্রাম এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯০,৪৫০/- টাকা প্রতি ১০ গ্রাম। রাজধানীতে তো সোনার দাম আরো বেশি। দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৩,০৬০/- টাকা ১০ গ্রাম এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯০,৬০০/- টাকা প্রতি ১০ গ্রাম।
আজ রুপোর বাজার মূল্য | Silver Price Today |
এদিকে রুপোর দরও আজ কেজিতে ১০০/- টাকা বেড়েছে। যেখানে গতকাল রুপোর দাম ছিল ১,০৫,০০০/- টাকা প্রতি কেজি, সেখানে আজ দর দাঁড়িয়েছে ১,০৫,১০০/- টাকা প্রতি কেজি। এই ঊর্ধ্বগতির ধারা বজায় থাকলে আগামীদিনে পকেটে আরো চাপ পরতে পারে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কেন বাড়ছে সোনার দাম?
সোনার দামের এই হঠাৎ বৃদ্ধির পেছনে কিছু কারণ রয়েছে। প্রথমত আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগকারীরা সোনার দিকে বেশি ঝুঁকছেন। তাই সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ডলারের দাম কমছে। ফলে সোনার চাহিদা আরো বাড়ছে ও সোনার মূল্য বৃদ্ধি পাচ্ছে। এখানেই শেষ নয়। মার্কিন ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে। ফলে বিনিয়োগকারীরা আরো বেশি সোনার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং দাম হু হু করে বাড়ছে।
ভারতের সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?
ভারতের সোনার দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার দরের উপর ভারতের সোনার বাজার নির্ভর করে। এর পাশাপাশি রুপির বিনিময় হার, সরকারি কর ও আমদানি শুল্ক সোনার দরে সরাসরি প্রভাব ফেলে। সোনা কেবলমাত্র বিনিয়োগের জন্য নয়, বরং এটি ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বিয়ে, পুজো, উৎসবের মরসুমে সোনার চাহিদা এমনিই আকাশছোঁয়া থাকে। আর এই সমস্ত কারণেই সোনার দামের পরিবর্তন হয়।
এখনই কি সোনা কেনা উচিত?
যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে এখনই আপনার জন্য সঠিক সময়। তবে ভালোভাবে যাচাই করে নিন। এক্ষেত্রে বলে রাখি, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি নিরাপদ বিকল্প। তবে দাম আরো বাড়তে পারে বা সাময়িকভাবে দাম কমতেও পারে। কিন্তু স্বল্পমেয়াদী বিনিয়োগে মুনাফা অর্জন করার লোভে যদি সোনার প্রতি ঝোঁকেন, তাহলে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিন।