সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে হলুদ ধাতুর দর (Gold Price) দিনের পর দিন নয়া উচ্চতা স্পর্শ করছে। হ্যাঁ, আজ ১৯শে এপ্রিল, ২০২৫। আজও সোনার দাম রেকর্ড করল। প্রথমবারের মতো ২৪ কারেট সোনা আজ ৯৭ হাজারের গণ্ডি পার করেছে। এদিকে ২২ ক্যারেট সোনা আজ ৮৯ হাজার টাকা টপকে গিয়েছে। কিন্তু কেন সোনার এত আগুন ঝরাচ্ছে? কেন হঠাৎ দর বৃদ্ধি পাচ্ছে এবং কোন শহরে আজ রেট কত চলছে? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
লাগাতার দাম বৃদ্ধির কারণ কী?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, সম্প্রতি আমেরিকার আমদানির ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছে, তার ফলে বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আর এর প্রভাবে ভারতের মুদ্রা পতন ঘটছে। সে কারণেই বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে আবারও সোনার দিকে পা বাড়াচ্ছে। ফলে চাহিদা বাড়ায় দিনের পর দিন দর আকাশছোঁয়া হচ্ছে।
এছাড়া এখন চলছে বিয়ের মরসুম। আর এই সময় সাধারণত সোনার চাহিদা এমনিতেই তুঙ্গে থাকে। আর এর কারণেই সোনার দরে আরও আগুন ঝরছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
১ লক্ষ টাকা ছাড়াতে পারে দর…
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, বিশ্ব বাজারে এই প্রবণতা এবং অভ্যন্তরীণ চাহিদা যদি অব্যাহত থাকে, তাহলে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৩৮ হাজার টাকার মাইলফলক স্পর্শ করতে পারে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। তবে যদি এর বিপরীত ঘটনা ঘটে, তাহলে সোনার দর ৭৫ হাজার টাকাতেও নেমে আসতে পারে।
আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |
আজ ভারতের বাজারে বিভিন্ন শহরে হলুদ ধাতুর মূল্যে তারতম্য দেখা যাচ্ছে। যেমন-
- কলকাতা, মুম্বাই, পাটনা, জয়পুর, লখনউতে আজ ২২ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রাম ৮৯,৪৫০/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দর ৯৭,৫৮০/- টাকা।
- চেন্নাইতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৫০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯৭,৬৩০/- টাকায়।
- দিল্লিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৬০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৭,৭৩০/- টাকায়।
আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
সোনার দর আগুন ঝরালেও আজ সাদা ধাতুর দর সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে। হ্যাঁ, আজ ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৯৯,৯০০/- টাকা, যা গতকালের তুলনায় ১০০/- টাকা কম।
এখনই কিনবেন নাকি অপেক্ষা করবেন?
এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন আসতে পারে, এখনো কি সোনা কেনা উচিত, নাকি কিছুদিন অপেক্ষা করা উচিত? বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, এখনই কিনে নেওয়া ভালো। আবার কেউ বলছেন, সোনার দর আরও বাড়তে দেওয়া দরকার। তবে যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাহলে আগেভাগেই কিনে রাখা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করা বুদ্ধিমানের কাজ হবে।