লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gold And Silver Price Today: দাম নয় যেন দৌড়! সোনা-রুপো দুটোরই রেকর্ড, দেখুন আজকের রেট | APR 13 Gold, Silver Price

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে অস্থিরতা আর মার্কিন বাণিজ্য যুদ্ধের মাঝে আবারো সোনার দিকে পা বাড়াচ্ছে বিনিয়োগকারীরা। আর সেই কারণেই ভারতের সোনার বাজার (Gold Market) আবারও ঊর্ধ্বগতিতে ঠেকেছে। হ্যাঁ, রীতিমতো ছুঁয়ে ফেলেছে নয়া রেকর্ড। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫০০০/- টাকা। এদিকে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৬০০/- টাকা। পাশাপাশি রুপোর দরও সাধারণ মানুষের পকেটে বিরাট চাপ সৃষ্টি করছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের প্রধান প্রধান শহরে হলুদ ধাতুর বাজার মূল্য। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দিল্লিতে রেকর্ড স্পর্শ

দেশের রাজধানী দিল্লির বুলিয়ন মার্কেটে আজ এক লাফে ৬২৫০/- টাকা বেড়েছে সোনার দাম। আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা পৌঁছেছে ৯৬,৪৫০/- টাকায়। পাশাপাশি ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৮৭,৮৫০/- টাকার গণ্ডি পার করেছে।

READ MORE:  SBI-র ‘হর ঘর লাখপতি’ স্কিম: মাত্র ২৫০০/- টাকা বিনিয়োগে করে পান ১ লাখ টাকা

দেশের শহরগুলিতে আজ সোনার দাম | Gold Price Today |

আজ দেশের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৭০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৬৭০/- টাকায়। এদিকে লখনউ, চন্ডিগড়ের মতো শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৮৫০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৮২০/- টাকায়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

রুপোর বাজারেও আগুন | Silver Price Today |

শুধু হলুদ ধাতু নয়, বিগত এক সপ্তাহে সাদা ধাতুর দাম বেড়েছে ৬০০০/- টাকা প্রতি কেজি। এমনকি আজ ১ লক্ষের মাইলফলক স্পর্শ করে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আজ রুপোর দাম পৌছে গিয়েছে ১,০০,০০০/- টাকা প্রতি কেজিতে। শনিবার ইন্দোরে রুপোর দাম এক লাফে ১৫০০/- টাকা চড়া হয়েছে। আর সেখানে রুপোর গড় দাম দাঁড়িয়েছে ৯৬,২০০/- টাকা প্রতি কেজি।

READ MORE:  অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! ডিএ শূন্য হয়ে যাবে? বাড়ছে কর্মচারীদের দুশ্চিন্তা

কেন এতটা বাড়ছে সোনার দাম?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাড়ছে থাকা বাণিজ্য যুদ্ধই সোনার দামের ঊর্ধ্বগতির মূল কারণ। সূত্র বলছে, আমেরিকা চীনের পণ্যের উপর ১৪৫% শুল্ক চাপিয়ে দিয়েছে। এদিকে চীনও থেমে থাকার পাত্র না। তারাও পাল্টা ১২৫% শুল্ক আরোপ করে দিয়েছে আমেরিকা উপর। আর এতে বিশ্বজুড়ে টানাপড়েন সৃষ্টি হওয়ায় বিনিয়োগকারীরা সোনার দিকে আবারো পা বাড়াচ্ছেন। কারণ, সোনাকে সবসময় নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে ধরা হয়। আর এই কারণেই ভারতের সোনার বাজার রেকর্ড স্পর্শ করছে। 

READ MORE:  Investment Plan: শেয়ার বাজার বা ফিক্সড ডিপোজিট নয়, মুনাফার আশায় এখানে বিনিয়োগ করছে মধ্যবিত্তরা | Middle Class Ar Investing In Gold

এখন কি বিনিয়োগ করবেন?

যারা বিনিয়োগের জন্য নিরাপদ বিকল্প খোঁজে, তাদের জন্য সোনা বরাবরই প্রথম পছন্দ হয়ে। কিন্তু এক সপ্তাহে এত বড় উত্থান সাধারণ মানুষ এবং গয়না ব্যবসায়ীদের কপালে আবারো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বিশেষ করে যারা বিয়ে ও উৎসবের মরসুমে সোনা কেনার কথা ভাবছেন, তাদের উচিত বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.