লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gold And Silver Price Today: পয়লা বৈশাখে মুখ থুবড়ে পড়ল সোনা, রুপোর দাম! রইল আজকের রেট | Apr 15 Today Gold And Silver Price

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: বিয়ের মরসুম পড়তে না পড়তেই সোনা প্রেমীদের জন্য দারুণ সুখবর। একেবারে নববর্ষের দিনেই দেশের বেশিরভাগ শহরে আজ সোনার দাম (Gold Price) থিথিয়ে পড়েছে। হ্যাঁ, তাও হয়েছে বড় ধরনের পতন। আজ ২২ ক্যারেট সোনার দর একধাক্কায় নেমেছে ২৫০/- টাকা। বর্তমানে সোনা কেনা যাচ্ছে প্রায় ৯৫,৫০০/- টাকা প্রতি ১০ গ্রাম। এদিকে রুপোর বাজারে দেখা গিয়েছে অনেকটাই পতন। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর হালচাল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আজ সোনার বাজার দর | Gold Price Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৫৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৫০০/- টাকায়। এদিকে রাজধানীতে সোনার দাম সামান্য চড়া। দিল্লি, লখনউ, নয়ডা গাজিয়াবাদের মত শহরগুলিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৬৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৬৫০/- টাকায়।

READ MORE:  একটানা চলে ৫০০ কিমি! এটাই ভারতের ভারতের দীর্ঘতম নন-স্টপ ট্রেন, রাজধানী বা শতাব্দী নয়

আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |

আজ ১৫ই এপ্রিল, মঙ্গলবার। দেশের বাজারে রুপোর দরেও অনেকটাই পতন ঘটেছে। হ্যাঁ, গতকালের তুলনায় ১০০/- টাকা পতন হয়েছে সাদা ধাতুর মূল্যে। আজ দেশের বাজারে রুপোর দর দাঁড়িয়েছে মাত্র ৯৯,৮০০/- টাকা প্রতি কেজি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সোনার দামের পতনের কারণ কী?

বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ে চলা আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা এবং শুল্কযুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে বড়সড় মোড় ঘুরছে। আর এর প্রভাব ভারতের সোনার বাজারেও পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছে, ভবিষ্যতে সোনার দাম যদি একইভাবে পড়তে থাকে তাহলে আগামী ছয় মাসে ৭৫,০০০/- টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে হলুদ ধাতুর দাম। তবে এও বলে রাখি, যদি আন্তর্জাতিক স্তরে উত্তেজনা আবার বাড়ে, তাহলে সোনার দাম ছুঁতে পারে ১,৩৮,০০০/- টাকা প্রতি ১০ গ্রাম।

READ MORE:  7th Pay Commission: হোলিতে হয়নি, কবে হবে DA বৃদ্ধির ঘোষণা? সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট | When Government Employee Expect Dearness Allowance Hike?

কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?

ভারতের সোনার বাজার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার ট্রেডিং রেটের উপর। দ্বিতীয়ত, ভারতীয় রুপির মূল্যের উপর। তৃতীয়ত, আমদানি শুল্ক ও জিএসটির উপর। এছাড়া বিয়ে ও উৎসবের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই সোনার দাম বৃদ্ধি পায়।

এখন কি বিনিয়োগ করবেন?

যদি আপনার ভাবনায় এখন সোনা কেনার পরিকল্পনা আসে, তাহলে এটি হতে পারে সেরা সময়। কারণ বাজারে দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতের দাম আরো পতন হতে পারে। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে হাঁটুন। 

READ MORE:  Uniform Allowance: এবার বছরে একাধিকবার মিলবে ভাতার টাকা! সরকারি কর্মচারীদের জন্য সুখবর | Good News For Central Government Employees

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.