সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের শুরুতেই মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে পতন হল হলুদ ধাতুর দাম (Gold Price)। হ্যাঁ, অনেকের মুখেই আবার হাসি ফিরে এসেছে। আজ সোমবার, 21 এপ্রিল। সকাল সকাল দেশের বেশ কয়েকটি রাজ্যে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমেছে। বিশেষ করে শুক্রবারের তুলনায় আজ সোনার দর হ্রাস পেয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে আমেরিকা এবং চীনের মধ্যে চলা শুল্কযুদ্ধের কারণে এখনো সোনার দামের তারতম্য দেখা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর হালচাল।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |
আজ দেশের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই,চেন্নাই, ব্যাঙ্গালুরু, পাটনা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,440 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,570 টাকায় । তবে রাজধানীর দিকে সোনার দর একটু চড়া। কারণ দিল্লি, গাজিয়াবাদ, জয়পুর, লখনউ এর মত শহরে আজ 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,590 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,720 টাকায়।
আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
এদিকে রুপোর দর গতকালের তুলনায় আজ 100 টাকা পতন হয়েছে। হ্যাঁ, গতকাল যেখানে 1 লক্ষ টাকা প্রতি কেজি দর ছিল, সেখানে আজ দাম দাঁড়িয়েছে 99,900 টাকা প্রতি কেজি। ফলে রুপো গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি মিলেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সোনার গ্রামের তারতম্য কেন?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আন্তর্জাতিক বাজারে আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তাতে বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকে আবারো পা বাড়াচ্ছে। ফলে হু হু করে চাহিদা বৃদ্ধি পাচ্ছে সোনার। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দর একদম রেকর্ড উচ্চতা ছুঁয়েছে, যার প্রভাব ভারতীয় বাজারে পড়ছে।
সোনার দর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
সোনার দর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যের উপর ভিত্তি করে দেশের বাজারে দর ওঠানামা করে। এছাড়া কেন্দ্রীয় সরকারের করনীতি, ভারতীয় রুপির মূল্যে ওঠানামা ইত্যাদি বিষয়ের উপরেও নির্ভর করে সোনার দরের তারতম্য লক্ষ্য করা যায়। পাশাপাশি উৎসব এবং বিয়ের মরসুমে সোনার চাহিদা এমনিতেই তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধি পায়।
ভবিষ্যৎ সম্ভাবনা
বেশ কিছু বিশ্লেষক মনে করছে, আগামী 6 মাসে যদি পরিস্থিতি স্থিতিশীল থাকে, তাহলে সোনার দর 75,000 টাকা প্রতি 10 গ্রামে নেমে আসতে পারে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। তবে যদি আমেরিকা ও চীনের শুল্কযুদ্ধ আরও তীব্র হয়, তাহলে সোনার দাম প্রতি 10 গ্রামে 1,38,000 হাজার টাকার গণ্ডি পার করতে পারে।
যদিও আজ সামান্য দর পতন কিছুটা স্বস্তি দিয়েছে। তবে বাজার বিশ্লেষকরা জানাচ্ছে, আবারো চড়া হতে পারে হলুদ ধাতুর দাম। তাই যারা সোনা কিনতে চাইছেন, তাদের অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটা বুদ্ধিমানের কাজ হবে।